যাদবপুর ইউনিভার্সিটিতে গ্রুপ ডি পদে নিয়োগ, বিনামূল্য আবেদন করুন

 রাজ্যে যাদবপুর ইউনিভার্সিটিতে কর্মী নিয়োগ, যেখানে সমস্ত জেলে থেকে চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে । পুরুষ ও মহিলা সবাই এই পদে আবেদন করতে পারবে । কিভাবে আবেদন করতে হবে সমস্ত টা নিচে আলোচনা করা হলো -


পদের নাম -

Research Assistant পদে আবেদন করতে পারবে ।


শিক্ষাগতা যোগ্যতা -

M.A পাশ সাথে 50% নম্বর নিয়ে পাশ করলে আবেদন করতে পারবে । কোন রকম কাজের অভিজ্ঞতা দরকার হবে না ।


বয়সসীমা -

বয়সসীমা ৫৪ বছর পর্যন্ত আবেদন করতে পারবে । 


মাসিক বেতন -

প্রতি মাসে ১১০০০ পর্যন্ত বেতন দেওয়া হবে ।


আবেদনের জন্য ডকুমেন্ট -

১। শিক্ষাগতা যোগ্যতার সমস্ত সার্টিফিকেট ।

২| বয়সের প্রমানপত্র হিসাবে মাধ্যমিকের এডমিট বা বার্থ সার্টিফিকেট ।

৩| কাস্ট সার্টিফিকেট ।

৪| ভোটার কার্ড ।

৫|আধার কার্ড ।

৬| কোন কাজের অভিজ্ঞতা থাকলে তার সার্টফিকেট ।

আবেদন পদ্ধতি-
অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারেন। সেক্ষেত্রে ওপরের দেওয়া আবেদন পদ্ধতি অনুসরণ করুন।


1. সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন আবেদন এর লিংকে ক্লিক করুন।


2. নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন তথা ফর্ম ফিলাপ করে নিন।


3. সেক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি সকল প্রকার তথ্য দেবেন।




ইন্টারভিউর তারিখ -

২৪|০২|২০২৩


অফিসিয়াল নোটিশ -

ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ