পঞ্চায়েত ভোটের আগে ১০ হাজার শূন্যপদে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ, সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি

 রাজ্যে চাকরিপ্রার্থীদের জন্য বিরাট খুশির খবর সমস্ত জেলায় ভোটের আগে নিয়োগ হবে সিভিক ভলেন্টিয়ার । পুরুষ ও মহিলা সমস্ত চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন করতে পারবে বিনা কোন পরীক্ষা ছাড়াই এই পদে আবেদন করতে পারবে । অফলাইনে নিয়োগ  হবে । রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুযোগ । কোথায় কিভাবে আবেদন করতে হবে সমস্ত টা নিচে আলোচনা করা হলো -



পদের নাম -

১০ হাজার শূন্যপদে সিভিক ভলেন্টিয়ার পদে কর্মী নিয়োগ । প্রত্যেক থানাতে কর্মী নিয়োগ হবে । পুরুষ ও মহিলা সবাই আবেদন করতে পারবে ।


বয়সসীমা -

চাকরিপ্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৪০ বছর পর্যন্ত বেতন দেওয়া হবে । বয়সের ছার সরকারি নিয়োগ অনুযায়ী দেওয়া হবে ।


শিক্ষাগতা যোগ্যতা -

অষ্টমশ্রেনী পাশ করলে চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে । আলাদা কোন কাজের অভিজ্ঞতা লাগবে না ।


মাসিক বেতন -

প্রতিমাসে ৯০০০ টাকা বেতন দেওয়া হবে ।


নিয়োগ প্রদ্ধতি -

চাকরিপ্রার্থীদের কোন রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে ।


আবেদন প্রদ্ধতি - 

নিজ নিজ থানায় পাওয়া যাবে আবেদনের ফর্ম, সেটি নিয়ে আবেদন করতে হবে । 


আবেদনের জন্য কোন আবেদনমূল্য লাগবে না ।


অফিসিয়াল নোটিশ -

ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ