5043 শূন্যপদে খাদ্য দপ্তরে কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন করুন

 রাজ্যে চাকরিপ্রার্থীদের জন্য বিরাট খুশির খবর, খাদ্য দপ্তরে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি । যেখানে সমস্ত জেলা থেকে কর্মী নিয়োগ হবে । 5043 শূন্যপদে কর্মী নিয়োগ হবে । পুরুষ ও মহিলা সবাই আবেদন করতে পারবে । কিভাবে আবেদন করতে হবে সমস্ত টা নিচে আলোচনা করা হলো -



পদের নাম -

গ্রুপ সি পদে প্রচুর কর্মী নিয়োগ হবে ।


শিক্ষাগতা যোগ্যতা -

যারা এই পদে আবেদন করতে চান  Graduation, PG পাশ করতে হবে । 


বয়সসীমা -

১৮ থেকে ৪০ বছর পর্যন্ত এই পদে আবেদন করতে পারবে । 


আবেদন পদ্ধতি -

যে সমস্ত চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন করতে চান অনলাইনে আবেদন করতে পারবে । অফিসিয়াল লিংকে ক্লিক করতে হবে ।


মাসিক বেতন -

প্রতিমাসে প্রায় ২৩০০০ থেকে ৫৬০০০ পর্যন্ত বেতন দেওয়া হবে ।


নিয়োগ পদ্ধতি -

যারা এই পদে আবেদন করতে চান লিখিত পরীক্ষা, ইন্টিরভিউর মাধ্যমে নিয়োগ হবে ।


আবেদন মূল্য -

GEN/OBC -100/

SC/ST - NILL


আবেদনের লিংক -

ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ