1000 পদে WBPSC Food SI পদে নিয়োগ শুরু, অনলাইনে আবেদন করুন

 রাজ্যে  চাকরিপ্রার্থীদের জন্য নতুন ভাবে কর্মী নিয়োগ হতে চলেছে WBPSC তে Food SI পদে । রাজ্যে সমস্ত জেলা থেকে এই পদে আবেদন করতে পারবে । কিভাবে আবেদন করতে হবে সমস্ত টা নিচে আলোচনা করা হলো । রাজ্যের মাধ্যমিক পাশে চাকরিতে আবেদন করতে পারবে । -


পদের নাম -

Food Sub Inspector পদে আবেদন করতে হবে । এই পদে জেলায় জেলায় কর্মী নিয়োগ হবে ।


শিক্ষাগতা যোগ্যতা -

মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবে । কোন রকম আবেদনমূল্য লাগবে না । 


বয়সসীমা -

১৮ থেকে ৪০ বছর পর্যন্ত আবেদন করতে পারবে । বয়সের ছাড় পাবে সরকারি অনুযায়ী । 


মাসিক বেতন -

প্রতিমাসে প্রায় ২৩০০০ বেতন দেওয়া হবে ।


আবেদনের জন্য ডকুমেন্ট -

১। শিক্ষাগতা যোগ্যতার সমস্ত সার্টিফিকেট ।

২| বয়সের প্রমানপত্র হিসাবে মাধ্যমিকের এডমিট বা বার্থ সার্টিফিকেট ।

৩| কাস্ট সার্টিফিকেট ।

৪| ভোটার কার্ড ।

৫|আধার কার্ড ।

৬| কোন কাজের অভিজ্ঞতা থাকলে তার সার্টফিকেট ।

আবেদন পদ্ধতি-
অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারেন। সেক্ষেত্রে ওপরের দেওয়া আবেদন পদ্ধতি অনুসরণ করুন।


1. সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন আবেদন এর লিংকে ক্লিক করুন।


2. নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন তথা ফর্ম ফিলাপ করে নিন।


3. সেক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি সকল প্রকার তথ্য দেবেন।


আবেদনমূল্য -

SC/ST - NILL

OBC/GEN - 100



অফিসিয়াল নোটিশ -

ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ