কন্সটেবল পদে কর্মী নিয়োগ মাধ্যমিক পাশে গ্রুপ ডি পদ, Wb govt job 2023

 রাজ্যে BSF এ নতুন ভাবে কর্মী নিয়োগ । সমস্ত জেলা থেকে এই পদে আবেদন করতে পারবে । পুরুষ ও মহিলা সবাই এই পদে আবেদন করতে পারবে । কিভাবে আবেদন করতে হবে সমস্ত টা নিচে আলোচনা করা হলো -




পদের নাম -

1. Costable

2. Staff Nurse

3. Ward boy

4. Other


শিক্ষাগতা যোগ্যতা -

যারা এই পদে আবেদন করতে চান মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, GNM পাশ করলে আবেদন করতে পারবে ।


বয়সসীমা -

চাকরিপ্রার্থীরা যারা এই পদে আবেদন করতে চান ১৮ থেকে ২৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবে ।বয়সের ছাড় ও পাবেন সরকারি নিয়োগ অনুযায়ী ।


মাসিক বেতন -

এই পদে মাসিক বেতন ২৫০০০ থেকে ৬৯০০০ পর্যন্ত বেতন দেওয়া হবে ।


নিয়োগের প্রক্রিয়া -

এই পদে নিয়োগের জন্য কোন রকম লিখিত পরীক্ষা হবে না শুধু শারিরীক পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে ।


আবেদনের জন্য ডকুমেন্ট -

১। শিক্ষাগতা যোগ্যতার সমস্ত সার্টিফিকেট ।

২| বয়সের প্রমানপত্র হিসাবে মাধ্যমিকের এডমিট বা বার্থ সার্টিফিকেট ।

৩| কাস্ট সার্টিফিকেট ।

৪| ভোটার কার্ড ।

৫|আধার কার্ড ।

৬| কোন কাজের অভিজ্ঞতা থাকলে তার সার্টফিকেট ।

আবেদন পদ্ধতি-
অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারেন। সেক্ষেত্রে ওপরের দেওয়া আবেদন পদ্ধতি অনুসরণ করুন।


1. সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন আবেদন এর লিংকে ক্লিক করুন।


2. নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন তথা ফর্ম ফিলাপ করে নিন।


3. সেক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি সকল প্রকার তথ্য দেবেন।



আবেদনের শেষ তারিখ -

২৬|০২|২০২৩


অফিসিয়াল লিংক -

ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ