৩০০০ শূন্যপদে টিকিট ক্লার্ক নিয়োগ, RRB TC Recruitment 2023 online apply

 রাজ্যে চাকরিপ্রার্থীদের জন্য নতুন ভাবে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি । সমস্ত জেলা থেকে এই পদে আবেদন করতে পারবে, জেলায় জেলায় পুরুষ ও মহিলা চাকরিপ্রার্থীদের জন্য নতুন নিয়োগ । কিভাবে আবেদন করতে হবে সমস্ত টা নিচে আলোচনা করা হলো -




পদের নাম -

রেলওয়ে টিকিট ক্লার্ক । 


শূন্যপদ -

চাকরিপ্রার্থীরা ৩০০০ শূন্যপদে আবেদন করতে পারবে । সমস্ত জেলা থেকে এই শূন্যপদে নিয়োগ হবে ।


শিক্ষাগতা যোগ্যতা -

চাকরিপ্রার্থীর শিক্ষাগতা যোগ্যতা মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবে । কোন রকম কাজের অভিজ্ঞতা লাগবে না ।


বয়সসীমা -

যারা এই পদে আবেদন করতে চান ১৮ থেকে ৪০ বছর পর্যন্ত আবেদন করতে পারবে ।


মাসিক বেতন -

প্রতি মাসে প্রায় ২৮০০০ থেকে ৩৮০০০ পর্যন্ত বেতন দেওয়া হবে ।


আবেদনের জন্য ডকুমেন্ট -

১। শিক্ষাগতা যোগ্যতার সমস্ত সার্টিফিকেট ।

২| বয়সের প্রমানপত্র হিসাবে মাধ্যমিকের এডমিট বা বার্থ সার্টিফিকেট ।

৩| কাস্ট সার্টিফিকেট ।

৪| ভোটার কার্ড ।

৫|আধার কার্ড ।

৬| কোন কাজের অভিজ্ঞতা থাকলে তার সার্টফিকেট ।

আবেদন পদ্ধতি-
অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারেন। সেক্ষেত্রে ওপরের দেওয়া আবেদন পদ্ধতি অনুসরণ করুন।


1. সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন আবেদন এর লিংকে ক্লিক করুন।


2. নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন তথা ফর্ম ফিলাপ করে নিন।


3. সেক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি সকল প্রকার তথ্য দেবেন।

নিয়োগের প্রক্রিয়া -

1. লিখিত পরীক্ষা 

2. ইন্টারভিউ

আবেদনের মূল্য -

GEN/OBC -100/

SC/ST/WOMAN - NILL


অফিসিয়াল নোটিশ -

ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ