রাজ্যে চাকরিপ্রার্থীর জন্য বিনামূল্যে ট্রেনিং দিয়ে চাকরি । সমস্ত জেলা থেকে আবেদন করতে পারবে । কিভাবে আবেদন করতে হবে সমস্ত টা নিচে আলোচনা করা হলো -
পদের নাম -
1. Graduate Apprentice
2. Technician
শিক্ষাগতা যোগ্যতা -
চাকরিপ্রার্থী যারা এই পদে আবেদন করতে চান ITI, Diploma, 12th পাশ করলে আবেদন করতে পারবে । এই পদে পুরুষ ও মহিলা সবাই আবেদন করতে পারবে ।
বয়সসীমা -
যে সমস্ত চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন করতে চান ১৮ থেকে ২৪ বছর পর্যন্ত আবেদন করতে পারবে ।
মাসিক বেতন -
যে সমস্ত চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন করতে চান ১২০০০ পর্যন্ত বেতন দেওয়া হবে ।
নিয়োগের প্রক্রিয়া -
চাকরিপ্রার্থীদের সরাসরি প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে মেরিট প্রকাশিত হবে সেখান থেকে নিয়োগ হবে।
আবেদন প্রক্রিয়া -
অনলাইনে আবেদন করতে হবে ।
আবেদনের শেষ তারিখ -
১৫|০২|২০২৩
অফিসিয়াল নোটিশ -
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box