২০,০০০ টাকা বেতনে উচ্চমাধ্যমিক পাশে রাজ্যে মেডিক্যাল কলেজে MTS, DEO পদে কর্মী নিয়োগ 2022

 রাজ্যে চাকরিপ্রার্থীদের জন্য নতুন চাকরির আপডেট, সমস্ত জেলা থেকে মেডিক্যাল কলেজে কর্মী নিয়োগ হবে । কলেজে গ্রুপ সি ও ডি পদে কর্মী নিয়োগ । পুরুষ ও মহিলা সবাই আবেদন করতে পারবে । কিভাবে আবেদন করতে হবে সমস্ত নিচে আলোচনা করা হল -




পদের নাম -

1. Research Scienctis 

2. Multi Tasking Staff

3. Data Entry Operator

এই পদ গুলিতে কর্মী নিয়োগ হবে । সবাই আবেদন করতে পারবে ।


শিক্ষাগত যোগ্যতা -

1. Research Scienctis -

 M.A/M.SC/P.hd পাশ করলে আবেদন করতে পারবে ।


2. Multi Tasking Staff -

গ্রাজুয়েশান পাশ করলে আবেদন করতে পারবে ।


3. Data Entry Operator -

উচ্চমাধ্যমিক পাশ করলে এই পদে আবেদন করতে পারবে ।


বয়সসীমা -

যে সমস্ত চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন করতে চাও তাদের বয়সসীমা ১৮ থেকে ২৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবে । সরকারি নিয়মঅনুযায়ী বয়সের ছাড় পাবেন ।


ডকুমেন্ট যেগুলি লাগবে -

1, সমস্ত শিক্ষাগতা যোগ্যতার সার্টিফিকেট

2, বয়সের প্রমানপত্র 

3, কাস্ট সার্টিফিকেট

4, ভোটার কার্ড

5, আধার কার্ড


আবেদনের প্রক্রিয়া - 

চাকরিপ্রার্থীদের অফলাইনে আবেদন পাঠাতে হবে । প্রথমে নিচে দেওয়া লিংকে ক্লিক করে ফর্ম ডাউনলোড করতে হবে তারপর সমস্ত তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে । 



নিয়োগের প্রক্রিয়া -

যে সমস্ত চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন করতে চান লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে ।


আবেদনের শেষ তারিখ -

৭/১১/২০২২


অফিসিয়াল নোটিশ -

ক্লিক করুন



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ