১৫,০০০ টাকা বেতনে কর্মী নিয়োগে প্রানী ও মৎস দপ্তরে । সরাসরি নিয়োগ হবে কোন পরীক্ষা ছাড়াই

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য নতুন চাকরির আপডেট সমস্ত জেলা থেকে আবেদন করতে পারবে । রাজ্যের সমস্ত ইচ্ছুক চাকরিপ্রার্থীদের জন্য নতুন আপডেট নিয়োগ হবে । পুরুষ ও মহিলা সবাই আবেদন করতে পারবে । কিভাবে আবেদন করতে হবে সমস্ত টা নিচে আলোচনা করা হল -




পদের নাম -
প্রানী ও মৎস বিভাগে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ হবে । কিভাবে আবেদন করতে হবে সমস্ত টা নিচে আলোচনা করা হবে । 


শিক্ষাগত যোগ্যতা -
চাকরিপ্রার্থীরা যারা এই পদে আবেদন করতে চান তাদের জন্য গ্রাজুয়েশান, M.Tech, M.SC পাশ করলে আবেদন করতে পারবে । সাথে কাজের অভিজ্ঞতা থাকতে হবে । আর কোন শিক্ষাগত যোগ্যতার দরকার হবে না ।


বয়সসীমা -
যারা আবেদন করতে চান ১৮ থেকে ৩৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবে । এছাড়া বয়সের ছাড় ও পাবেন সরকারি নিয়ম অনুযায়ী । 


মাসিক বেতন -
যারা এই পদে আবেদন করতে চান মাসিক বেতন ১৮,০০০ থেকে ২০,০০০ বেতন দেওয়া হবে । 


ডকুমেন্ট যেগুলি লাগবে -
১. শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
২. বয়সের প্রমানপত্র
৩. কাস্ট সার্টিফিকেট
৪. ভোটার কার্ড
৫. আধার কার্ড
৬. কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট


নিয়োগের প্রক্রিয়া -
যারা এই পদে আবেদন করতে চান সরাসরি নিয়োগ হবে কোন রকম পরীক্ষা ছাড়াই । তাই ইন্টারভিউতে ভালো করে দিতে হবে । 


আবেদনের প্রক্রিয়া -
যে সমস্ত চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন করতে চান বায়োডাটা নিয়ে সরাসরি ইন্টারভিউ তে যেতে হবে । 


ইন্টারভিউর তারিখ -
১৮/১১/২০২২


অফিসিয়াল নোটিশ -

আরও চাকরির খবর পড়ুন -

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ