৬৫,০০০ বেতনে মেট্রোরেলে প্রচুর পদে কর্মী নিয়োগ, সমস্ত জেলা থেকে আবেদন । Metro railway recruitment

 মেট্রোরেলে কর্মী নিয়োগের নতুন আপডেট, গ্রুপ সি ও বিভিন্ন পদে কর্মী নিয়োগ হবে । জেলায় জেলায় সমস্ত চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে । পুরুষ ও মহিলা সবাই আবেদন করতে পারবে । কিভাবে আবেদন করতে পারবে সমস্ত টা নিচে আলোচনা করা হল -





পদের নাম -
JE, Assistant আরও বিভিন্ন পদে কর্মী নিয়োগ । এই পদ গুলিতে সবাই আবেদন করতে পারবে ।


শিক্ষাগতা যোগ্যতা -
যে সমস্ত চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন করতে চান Diploma, B.Tech, M.Tech, Engineering পাশ করলে আবেদন করতে পারবে ।


বয়সসীমা -
যারা এই পদে আবেদন করতে চান ১৮ থেকে ৩০ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন ।



আবেদন পদ্ধতি :- আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অফলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করতে হবে | নিচে দেওয়া আবেদন পত্র ডাউনলোড করে সঠিক ভাবে পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে পোস্ট অফিসের মাধ্যমে |



নিয়োগ পদ্ধতি :- আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করানো হবে | নিয়োগ করানো পরীক্ষার সিলেবাস অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে |



প্রয়োজনীয় ডকুমেন্ট: নিয়োগের আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,

1. বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড

2. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসাবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড

3. সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট

4. নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার

5. কাস্ট সার্টিফিকেট যদি থাকে

6. কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে



অফিসিয়াল নোটিশ -


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ