30 হাজার চাকরির সুযোগ, মাধ্যমিক পাশে আবেদন করুন | WB Govt Recruitment latest update 2022

 করোনা তথা দীর্ঘ দু বছর ধরে টানা লক ডাউন এর জেরে পঙ্গু হয়ে পড়েছিল রাজ্যের চাকরি ও নিয়োগ ব্যবস্থা। তে এসবে গতি আনতে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের এর উদ্যেগে ও নির্দেশে এই নতুন কর্মসূচির তথা প্রকল্পের আয়োজন করা হলো, নাম দেওয়া হলো কর্ম দিশা প্রকল্প। এর মধ্য দিয়ে রাজ্যের প্রতিটি প্রান্তে অবস্থিত বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের সুব্যবস্থা করে দেবে রাজ্য সরকার।






কোন কোন বিভাগে নিয়োগ -

Banking, 

Financial services and Insurance,

Hydrocarbons, 

Apparel, 

made-ups and home furnishing, 

Aerospace and Aviation,

Agriculture, 

Automobile, 

Beauty and Wellness, 

Capital Goods, 

Council owned courses, 

Construction, 


শূন্যপদ -
রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রীর প্রয়াসে নতুন ভাবে প্রচুর কর্মী নিয়োগ হবে । প্রায় ৩০০০০ শূন্যপদে কর্মী নিয়োগ হবে ।


শিক্ষাগত যোগ্যতা -
চাকরিপ্রার্থীরা যারা এই পদে আবেদন করতে চান মিনিমাম মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবে ।


বয়সসীমা -
১৮ বছর থেকে ২৩ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন |


আবেদন পদ্ধতি :- আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করতে হবে | নিচে দেওয়া আবেদন লিঙ্কে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন | আরও জানতে নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন |





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ