20,000 টাকা বেতনে রেলে বিরাট কর্মী নিয়োগ । Railway recruitment notification 2022

 রাজ্যে আবার ও রেলে গ্রুপ সি পদে কর্মী  নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । যেখানে পশ্চিমবঙ্গের প্রত্যেক চাকরিরপ্রাথীরা এখানে আবেদন করতে পারবেন । এই পদে আবেদন করতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা, বেতন , বয়সসীমা কী কী লাগবে সব কিছু আলোচনা করব । পুরুষ মহিলা নির্বিশেষে আবেদন করতে পারবে । যেসব চাকরির প্রার্থীরা আবেদন করতে চান তাহলে নীচে দেওয়া লিংকে ক্লিক করুন । 



পদের নাম - 

ভারতীয় রেল বিভাগে বিভিন্ন লেভেলের গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে । 


মোট শূন্যপদ - 

ভারতীয় রেল বিভাগে মোট ২১ টি শূন্যপদে নিয়োগ করা হবে। 


আবেদন পদ্ধতি - 

এই পদে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে । সেক্ষেএে অনলাইনে আবেদন করবেন ।

১. প্রথমে আপনাকে রেলের অফিশিয়াল ওয়েবসাইডে লিংকে যেতে হবে । তারপর  সেখানে গিয়ে লগইন করতে হবে । 

২.  এরপর অনলাইনে ফর্ম টি ফিলাপ করতে হবে  সাথে আপনার নথিপএ যুক্ত করতে হবে । 

৩. প্রত্যেক নথিপএ গুলি সেল্ফ অ্যাটেস্টেড করে দিতে হবে । 


বেতন

ভারতীয় রেলে আবেদন করলে প্রতি মাসে ২০,০০০ টাকা বেতন দেওয়া হবে । 


বয়স

এই পদে যেসব চাকরিপ্রার্থীরা আবেদন করবেন তাদের বয়স ১৮ থেকে ২৫ বছর বয়স পর্যন্ত চাকরির প্রার্থীরা আবেদন করতে পারবে । 


আবেদন মূল্য - 

এই পদে আবেদন করতে গেলে কোন রকম আবেদন মূল্য লাগবেনা । 


নিয়োগ পদ্ধতি - 

কোন রকম লিখিত পরীক্ষা দিতে হবে না । সরাসরি ইন্টারভয়ের মাধ্যমে নিয়োগ করা হবে ।  


অফিষিয়াল নোটিশ -

ক্লিক করুন

আরও চাকরির খবর পড়ুন -

ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ