FCI Recruitment 2022 : খাদ্য দপ্তরি বিরাট চাকরির আপডেট সমস্ত চাকরিপ্রার্থীদ্র জন্য বিরাট খুশির খবর যেখানে সমস্ত জেলা থেকে আবেদন করেত পারবে । পুরুষ ও মহিলা সবাই আবেদন করতে পারবে কিভাবে আবেদন করতে হবে, কোথায় আবেদন করতে হবে সমস্ত টা নিচে আলোচনা করা হল । -
পদের নাম -
ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ায় (FCI Recruitment) ম্যানেজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।
প্রয়োজনীয় ডকুমেন্ট:
নিয়োগে আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,
1. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা সার্টিফিকেট
2. শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
3. নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার
4. একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি
5. স্থায়ী ঠিকানা এর প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আঁধার কার্ড
6. কাস্ট সার্টিফিকেট যদি থাকে ।
FCI Recruitment: শিক্ষাগত যোগ্যতা -
ম্যানেজার ডিপোট: ন্যূনতম ৬০ শতাংশ নম্বর সহ যেকোনও বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে চাকরিপ্রার্থীর। CA/CS/ICWA ও ST/ST/PH-এর জন্য ৫৫ শতাংশ মার্কস পাশ।
ম্যানেজার অ্যাকাউন্ট: বি.কম ও এমবিএ ফিন্যান্স ডিগ্রি / ২ বছরের ডিপ্লোমা বা সিএ / সিএস থাকতে হবে চাকরিপ্রার্থীর।
ম্যানেজার ডিপোট: ন্যূনতম ৬০ শতাংশ নম্বর সহ যেকোনও বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে চাকরিপ্রার্থীর। CA/CS/ICWA ও ST/ST/PH-এর জন্য ৫৫ শতাংশ মার্কস পাশ।
ম্যানেজার অ্যাকাউন্ট: বি.কম ও এমবিএ ফিন্যান্স ডিগ্রি / ২ বছরের ডিপ্লোমা বা সিএ / সিএস থাকতে হবে চাকরিপ্রার্থীর।
বয়সসীমা -
১৮ থেকে ২৮ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এছাড়াও বয়সের ছাড় রয়েছে ।
মাসিক বেতন -
চাকরি প্রার্থীদের মিনিমাম ১৮০০০ থেকে ৬৫০০০ পর্যন্ত বেতন দেওয়া হবে ।
আবেদন শুরুর তারিখ : ২৭ অগাস্ট ২০২২
আবেদন শেষের তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২২
অফিসিয়াল নোটিশ -
আরও চাকরির খবর পড়ুন -
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box