Aadhaar card and mobile number link at home | আধার কার্ড ও মোবাইল নম্বর বাড়িতে বসে লিংক করান

 বাড়িতে বসে খুব সহজেই নিজের মোবাইল দিয়ে নিজের আধার কার্ড ও মোবাইল নম্বরকে খুব সহজেই লিংক করতে পারবেন । আজকাল সবাই প্রায় জানে যে আধার কার্ড কতটা গুরুত্বপূর্ন যেখানে তার সাথে সমস্ত কিছু ID লিংক করতে হয় । সেই রকম মোবাইল নম্বরকে আধার কার্ড এর সাথে লিংক করানো বিরাট গুরুত্বপূর্ন । কিন্তু প্রশ্ন যে কিভাবে সেটি করা যায় নিজের মোবাইল দিয়ে । আজকের এই প্রতিবেদনে সমস্ত টা উল্লেখ করবো কিভাবে করতে হয় ।




কিভাবে লিংক করবেন -

১. প্রথমে আধার কার্ডের অফিসিয়াল ওয়েব সাইট https://www.udai.gov.in ভিজিট করতে পারবে অথবা UDAI এর অফিসিয়াল App টিকে ডাউনলোড করতে পারেন ।

২. এরপর My Aadhaar Section গেলে মোবাইল নম্বর আপডেট করানোর অপশান পাবেন । 

৩. সেখানে গিয়ে যে ফোন নম্বর টি যুক্ত করতে চান সেটি ইনপুট করবেন । 

৪ তারপর একটি Security Code/Captcha টিকে সঠিক ভাবে লিখবেন ।

৫. এরপর মোবাইলে একটি OTP আসবে যেই নম্বর টি যুক্ত করতে চাইছেন ওই নম্বরে ।

ওটি ঠিকভাবে ইনপুট করে Submit করতে হবে । 

৬. এরপর মেন মেনু খুলবে যেখানে নিজের সমস্ত ডিটেলস দিতে হবে ।

৭. তারপর প্মান হিসাবে যেকোন ID Proof আপলোড করতে হবে । 

৮. তারপর সমস্ত টা Save করতে হবে ।


এই ভাবে মোবাইল দিয়ে খুব সহজেই এটি যুক্ত করতে পারবেন । যদি কোন সমস্যার সম্মুখীন হন তাহলে নিজের কাছাকাছি কোন তথ্যমিত্র কেন্দ্রে গিয়ে আপডেট করাতে পারবেন ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ