রাজ্যের (wb librarian recruitment 2022) লাইব্রেরিয়ান পদে কর্মী নিয়োগ সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি । রাজ্যের চারকিপ্রার্থীদের জন্য বিরাট চাকরির খবর যে সমস্ত জেলা থেকে আবেদন করতে পারবে । রাজ্যের নতুন এই পদে রাজ্যের পুরুষ ও মহিলা আবেদন করতে পারবে । রাজ্যের এই লাইব্রেরিয়ান পদে উচ্চমাধ্যমিক পাশ চাকরিপ্রার্থীরা আবেদন করতে পাররে । বিরাট সুযোগ এখানে আবেদন করতে পারবে । কিভাবে আবেদন করবেন দেখে নিন -
পদের নাম -
রাজ্যে আবারও লাইব্রেরিয়ান পদে কর্মী নিয়োগ হচ্ছে । রাজ্যের এই চাকরির আপডেট সহার জন্য বিরাট খুশির খবর । ২৩টি জেলা থেকে আবেদন করতে পারবে ।
নিয়োগের পদ্ধতি -
যে সমস্ত চাকরিপ্রার্থীরা আবেদন করবেন এখানে কোন রকম লিখিত পরীক্ষা ছাড়াই এখানে আবেদন করতে পারবে । রাজ্যে সরাসরি ইন্টারভিউ দিয়ে নিয়োগ হবে লাইব্রেরিয়ান পদে ।
শিক্ষাগত যোগ্যতা লাইব্রেরিয়ান পদে -
উচ্চমাধ্যমিক পাশে চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে পারবে কোন রকম আলাদা অভিজ্ঞতা বা শিক্ষাগত যোগ্যতার দরকার হবে না ।
বয়সসীমা -
যে সমস্ত আবেদনকারীরা আবেদন করবেন বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর পর্যন্ত হবে । বয়সের ছাড় পাবেন SC/ST/OBC প্রার্থীরা ৩/৫ বছর । সমস্ত জেলার ছেলে ও মেয়ে এই ছাড় পাবেন ।
জরুরি নথীপত্র আবেদনের জন্য -
যারা আবেদন করবেন এই জরুরি নথীপত্র না থাকলে আবেদন করতে পারবেন না -
১. সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট যেমন - মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পাশের এডমিট ও মার্কশিট, সার্টিফিকেট ।
২. বয়সের প্রমানপত্র
৩. ভোটার কার্ড
৪. আধার কার্ড
৫. প্যান কার্ড
সমস্ত ডকুমেন্টের জেরক্স ও অরিজিনাল নিয়ে যেতে হবে ইন্টারভিউর দিন ।
বেতন -
লাইব্রেরিয়ান পদে ৩০ থেকে ৪০ হাজার পর্যন্ত বেতন দেওয়া হবে । রাজ্যের এই পদে সব জেলা থেকে আবেদন করতে পারবে ।
ইন্টারভিউর তারিখ -
আগামী ১৭/০৫/২০২২ তারিখে ইন্টারভিউ হবে বেলা ১২ টা থেকে Hingalganj Mahavidyala তে । বেলা ১১ টার নধ্যে সেখানে যেতে হবে ।
আফিসিয়াল নোটিশ -
আরও চাকরির খবর পড়ুন -
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box