রাজ্যে প্রতিটি জেলা ও গ্রামে গ্রামে প্রচুর পদে কর্মী নিয়োগ ২০২২ । রাজ্যের ICDS বিভাগে অঙগনওয়ারি ও সহায়িকা পদে প্রচুর শূন্যপদ খালি আছে । রাজ্যের সমস্ত জেলা থেকে আবেদন করতে পারবে (wb icds recruitment 2022). রাজ্যের এই পদে যদি কেউ আবেদন করতে চান অষ্টমশ্রেনী পাশ করলে আবেদন করতে পারবে । কিভাবে আবেদন করবেন কোথায় আবেদন করবে সমস্ত নিচে আলোচনা করা হল -
পদের নাম -
রাজ্যের ICDS বিভাগের তরফ থেকে অঙ্গনওয়ারি কর্মী ও অঙ্গনওয়ারি সহায়িকা পদে নিয়োগ । রাজ্যের প্রচুর পদে নিয়োগ হবে ।
মোট শূন্যপদ -
রাজ্যের (WB GOVT JOB UPDATE 2022) মোট ৭০০ পদে নিয়োগ হবে যেখানে আবেদন করতে পারবে । রাজ্যের এই পদে ২৩টি জেলা থেকে আবেদন করতে পারবে ।
শিক্ষাগত যোগ্যতা -
চাকরিপ্রার্থীদের জন্য ভালো খবর অঙ্গনওয়ারি কর্মী পদে মাধ্যমিক পাশ ও অঙ্গনওয়ারি সহায়িকা পদে অষ্টমশ্রেনী পাশ করলে আবেদন করতে পারবে । রাজ্যের এই শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারেব আর কোন অভিজ্ঞতা লাগবে না ।
নিয়োগের প্রক্রিয়া -
রাজ্যের এই দুটি পদে আবেদন করলে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে । যাদের উচ্চশিক্ষার যোগ্যতা আছে তারা ওই ডকুমেন্ট জমা গিতে পারবেন ।
বয়সসীমা (ICDS WB WB 2022) -
যে সমস্ত চাকরিপ্রার্থীরা আবেদন করবেন বয়সসীমা ১৮ থেকে ৪৫ বছর হতে হবে । SC/ST/OBC রা বয়সের ছার পেয়ে যাবেন ।
আবেদনের জন্য ডকুমেন্ট লাগবে -
১. মাধ্যমিকের সমস্ত ডকুমেন্ট
২. অষ্টমশ্রেনী পাশের সমস্ত ডকুমেন্ট
৩. বয়সের প্রমানপত্র
৪. ভোটার ও আধার কার্ড
৫. স্থানীয় বসবাসের প্রমানপত্র
আবেদনের প্রক্রিয়া -
চাকরিপ্রার্থীগের কাছে বিরাট সুযোগ যে কোন রকম অনলাইনে আবেদন করতে হবে না । সরাসরি নিচের লিংকে ক্লিক করে অফলাইনের ফর্ম ডাউনলোড করে আবেদন করেত পারবে ।
যারা আবেদন করতে তাইছেন অবশ্যই অফিসিয়াল নোটিশ ভালো করে পড়ে আবেদন করবেন ।
আবেদন শুরু -
২১/০৪/২০২২
আবেদনের শেষ তারিখ -
২৩/০৫/২০২২
অফিসিয়াল নোটিশ -
আরও চাকরির খবর পড়ুন -
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box