WB ICAR 10th Pass Recruitment 2022: রাজ্যে মাধ্যমিক পাশে কৃষি বিভাগে কর্মী নিয়োগ ২০২২

 রাজ্যের চাকরিপ্রার্থীদের জনয বিরাট চাকরির খবর সমস্ত জেলা থেকে আবেদন করতে পারবে রাজ্যের কৃষি বিভাগে (WB Agriculture Recruitment 2022). রাজ্যের মাধ্যমিক পাসে সমস্ত পুরুষ ও মহিলারা আবেদন করতে পারবে । রাজ্যের এই পদে যারা আবেদন করতে চান কোন রকম আবেদনমূল্য ছাড়াই সরাসরি আবেদন করতে পারবে । কোন রকম লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ হবে । রাজ্যের এই পদে আবেদন ইমেল এর মাধ্যমে নিয়োগ হবে । কিভাবে আবেদন করবেন কোথায় আবেদন করবেন দেখে নিন - 




পদের নাম - 

Field Assistant পদে (Wb govt job vacancy 2022) সমস্ত জেলা থেকে আবেদন করতে পারবে । রাজ্যের এই পদে বিনামূল্যে আবেদন করতে পারবে । 


শিক্ষাগত যোগ্যতা - 

রাজ্যের ICAR বিভাগে Field Assistant পদে যারা আবেদন করতে চান মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবে । কোন রকম অভিজ্ঞতার দরকার হবে না । 


বয়সসীমা

রাজ্যের এই পদে যারা আবেদন করতে চান বয়সসীমা ৩৫ থেকে ৪০ বছর বয়সসীমা হতে হবে । SC/ST/OBC যারা আছেন তাদের বয়সের ছাড় ৩/৫ বছরের পেয়ে যাবেন । 


বেতন

রাজ্যের কৃষি বিভাগে যারা আবেদন করতে চান ১২ হাজার টাকা বেতন দেওয়া হবে । 


নিয়োগের প্রক্রিয়া

যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে চান তাদের জন্য ভালো খবর কোন রকম লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ হবে সরাসরি ইন্টারভিউ হবে । 


আবেদনের জন্য ডকুমেন্ট লাগবে - 

১. মাধ্যমিক পাশের সমস্ত ডকুমেন্ট

২. বয়সের প্রমানপত্র

৩. ভোটার কার্ড

৪. আধার কার্ড

৫. যদি অভিজ্ঞতার সার্টিফিকেট থাকে দিতে পারেন 


আবেদনের প্রক্রিয়া - 

যে সমস্ত চাকরিপ্রার্থীরা আবেদন করতে চান তারা সরাসরি অফলাইনের ফর্ম ডাউনলোড করে ইমেলের মাধ্যমে আবেদন করতে পারবে । রাজ্যের সমস্ত জেলা থেকে আবেদন করতে পারবে । 



ইন্টারভিউর তারিখ ও স্থান

৮/০৬/২০২২


Kakdwip Indian Council Agriculture Research Centre

South 24 Parganas, West Bengal


অফিসিয়াল নোটিশ -

ক্লিক করুন

আরও চাকরির খবর পড়ুন -

ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ