রাজ্যে পৌরসভায় কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি জারি করলো পশ্চিমবঙ্গ সরকার । রাজ্যে পৌরসভায় গ্রুপ ডি পদে নিয়োগ । রাজ্যে অষ্টমশ্রেনী পাশে এই পদগুলিতে নিয়োগ । চাকরিপ্রার্থীদের জন্য খুশির খবর এখানে বিনামূল্যে আবেদন করতে পারবে । রাজ্যের এই নতুন চাকরির আপডেট যেখানে পুরুষ ও মহিলা আবেদন করতে পারবে । কিভাবে আবেদন করবেন, কোথায় আবেদন করবেন নিচে আলোচনা করা হল -
১. পদের নাম -
রাজ্যের পৌরসভায় গ্রুপ ডি পিওনের পদে নিয়োগ । রাজ্যের এই পদে নিয়োগ হতে চলেছে পৌরসভায় । পুরুষ ও মহিলা আবেদন করতে পারবে ।
মোট শূন্যপদ পিওনের পদে -
রাজ্যে (WB Govt Job 2022) পিওনের পদে ২ টি পদ খালি । যেখানে সমস্ত প্রার্থীরা আবেদন করতে পারবে ।
শিক্ষাগত যোগ্যতা -
রাজ্যের (WB Peon Post Recruitment 2022) পিওন পোস্টে যারা আবেদন করতে চান অবশ্যই অষ্টমশ্রেনী পাশ হতে হবে তবেই আবেদন করতে পারবে ।
বেতন পিওনের পদে -
রাজ্যের পিওন পদে ১২ হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে । রাজ্যের এই পদে আবেদন করলে । পুরুষ ও মহিলা উভয় এই পিওন পদে আবেদন করতে পারবে ।
২. পদের নাম -
রাজ্যের পৌরসভায় মজদুর পদে সবাই আবেদন করতে পারবে । রাজ্যের মজদুর পদে ড্রেন ও রাস্তা পরিস্কার করতে হবে । রাজ্যের পৌরসভায় এই গ্রুপ ডি পদে নতুন ভাবে নিয়োগ ।
মোটশূন্যপদ -
রাজ্যের মজদুর পদে ৩ টি পদ খালি যেখানে আবেদন করতে পারবে । রাজ্যের এই পদে আবেদন করার জনয কোন রকম আবেদনমূল্য লাগবে না ।
শিক্ষাগত যোগ্যতা -
রাজ্যের (WB Mazdoor Post Recruitment 2022) মজদুর পোস্টে যারা আবেদন করতে চান অবশ্যই অষ্টমশ্রেনী পাশ হতে হবে তবেই আবেদন করতে পারবে ।
বেতন মজদুর পদে -
রাজ্যের মজদুর পদে ১০ হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে । রাজ্যের এই পদে আবেদন করলে । পুরুষ ও মহিলা উভয় এই মজদুর পদে আবেদন করতে পারবে ।
বয়সসীমা -
যে সমস্ত চাকরিপ্রার্থীরারা আবেদন করতে চান বয়সসীমা ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে । SC/ST/OBC সবাই বয়সের ছাড় পাবেন আলাদা ভাবে ৩/৫ বছরের ।
নিয়োগের প্রক্রিয়া -
রাজ্যের এই পদে যে সমস্ত চাকরিপ্রার্থীরা আবেদন করতে চান অবশ্যই লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে ।
আবেদনের জন্য ডকুমেন্ট -
১. অষ্টমশ্রেনী পাশে সমস্ত সার্টিফিকেট
২. বয়সের প্রমানপত্র
৩. স্থায়ী বসবাসের প্রমানপত্র
৪. ভোটার কার্ড
৫. আধার কার্ড
৬. কাজ্যের অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি থাকে)
আবেদনের প্রক্রিয়া -
রাজ্যের এই পৌরসভায় যে কোন প্রার্থী যদি আবেদন করতে চান তাহলে কোন রকম অনলাইনে আবেদন করতে হবে না সরাসরি অফলাইনে জমা করতে হবে ফর্ম নিচে দেওয়া হল ।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা -
To,
The Chairman Kamarhati Municipality
1,M.M Feeder Road,
P.O- Belghoria,
Kolkata - 700056
আবেদনের শেষ তারিখ ৭/০৬/২০২২ তার মধ্যে ওই পৌরসভায় গিয়ে আবেদন পত্র জমা করতে হবে ।
আবেদনের পত্রের লিংক -
আরও চাকরির খবর পড়ুন -
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box