রাজ্যে খাদ্যদপ্তরে কর্মী নিয়োগ বিরাট আপডেট । রাজ্যে অষ্টমশ্রেনী পাশে খাদ্যদপ্তরে কর্মী নিয়োগ । পুরুষ ও মহিলা আবেদন করতে পারবে। রাজ্যের সমস্ত জেলাতে কর্মী নিয়োগ । ২৩টি জেলা থেকে আবেদন করতে পারবে । সকাসরি ইন্টারঙিউ দিয়ে চাকরি ।
পদের নাম -
সিক্যিুরিটি গ্যার্ড
শিক্ষাগত যোগ্যতা -
শিক্ষাগত যোগ্যতা অষ্টমশ্রেনী পাস
মোট শূন্যপদ -
৫০
নিয়োগের পদ্ধতি -
১. লিখিত পরীক্ষা হবে না
২. সরাসরি ইন্টারভিউ
৩. ডকুমেন্ট ভেরিফিকেশান
বয়সসীমা -
১৮ থেকে ৩০ বছর
আবেদনমূল্য -
বিনামূল্যে আবেদন কোন ফিস লাগবে না ।
আবেদনর প্রক্রিয়া -
কোন রকম ফর্ম ফিলাপ না করে সরাসরি ইন্টারভিউতে যেতে হবে ।
ডকুমেন্ট লাগবে -
১. অষ্টমশ্রেনী পাসের সমস্ত ডকুমেন্ট
২. বয়সের প্রমানপত্র
৩. আধার কার্ড
৪. ভোটার কার্ড
৫. স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট
সরাসরি আবেদন করুন এবং ভালো করে অফিসিয়াল নোটিশ পড়ে আবেদন করুন ।
আবেদনের লিংক -
আরও চাকরির খবর পড়ুন -
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box