রাজ্যের সমস্ত জেলার চাকরিপ্রার্থীদ্র জন্য বিরাট চাকরির আপডেট সমস্ত জেলাতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলেন পশ্চিমবঙ্গ সরকার । রাজ্যের সমস্ত জেলাতে এই কর্মী নিয়োগ হবে । রাজ্যের গ্রুপ সি পদে যে সমস্ত চাকরিপ্রার্থীরা স্নাতক পাশ করে আছেন তারা আবেদন করতে পারবে । ২৩টি জেলা থেকে এই আবেদন করতে পারা যাবে । কিভাবে আবেদন করবেন সম্সত নিচে আলোচনা করা হল -
পদের নাম হল -
রাজ্যের DM অফিসে নতুন করে Central Administrator ও Case Worker পদে নিয়োগ হবে । যেখানে সমস্ত জেলা থেকে আবেদন করতে পারবে । রাের এই চাকরির আপডেট সবার জন্য একটি নতুন আপডেট । সরাসরি অনলাইনে আবেদন করতে পারেব ।
আবেদনের প্রক্রিয়া -
যে সমস্ত চাকরিপ্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক এই পদে অনলাইনে আবেদন করতে হবে । যার লিংক নিচে আলোচনা করা হল । রাজ্যের সমস্ত জেলা থেকে আবেদন করতে পারবে । প্রথমে যে লিংকটি নিচে দেওয়া হল সেই লিংকে ক্লিক করে আবেদন করতে হবে ।
শিক্ষাগত যোগ্যতা -
রাজ্যের DM অফিসে যারা এই গ্রুপ সি পদে আবেদন করতে চান অবশ্যই Post Graduate or Graduate হতে হবে তবে আবেদন করতে পারাবে ।
বয়সসীমা -
যারা আবেদন করতে চান বয়সসীমা দুটি পদের জন্য আলাদা -
Central Administrator - ১৮ থেকে ৪৫ বছর
Case Worker - ১৮ থেকে ৩৫ বছর
পর্যন্ত আবেদন করতে পারবে । যারা SC/ST/OBC তারা বয়সের ছাড় ৩/৫ বছরের পেয়ে যাবেন ।
বেতন DM অফিসে চাকরিতে -
যারা এই দুটি পদে আবেদন করতে চান বেতন ২৩ হাজার থেকে ৫৪ হাজার পর্যন্ত ।
নিয়োগের প্রক্রিয়া -
যারা আবেদন করতে চান এই পদে কোন রকম লিখিত পরীক্ষা ছাড়াই কর্মী নিয়োগ হবে । সরাসরি অ্যাকাডেমিক মার্সের উপর ভিত্তি করে নিয়োগ হবে ।
Academic Marks - ৩০
Computer Test - ১৫
Interview- ৫
Total - ৫০ নম্বরের পরীক্ষা হবে ।
আবেদনের শেষ তারিখ ৩১ মে ২০২২ পর্যন্ত আবেদন করতে পারবে বিনা আবেদনমূল্যে এই পদে আবেদন করতে পারবে । রাজ্যের যে সমস্ত চাকরিপ্রার্থীরা আবেদন করতে চান অবশ্যই অফিসিয়াল নোটিশ টি পড় আবেদন করবেন ।
আবেদনের লিংক -
অফিসিয়াল লিংক -
আরও চাকরির খবর পড়ুন -
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box