রাজ্যে ১০০০ পদে SDO ও BDO অফিসি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি , প্রচুর পদে নিয়োগ ব্লকে ব্লকে ছেলে ও মেয়ে

 রাজ্যবাসীর কাছে ভালো সুখবর রাজ্যে ১০০০ পদে কর্মী নিয়োগ ২০২২ । রাজ্যের SDO ও BDO অফিসে কর্মী নিয়োগ স্বাস্থ্যকর্মী (Health Worker ) সমস্ত জেলা থেকে আবেদন করা যাবে । উচ্চমাধ্যমিক পাশে সরাসরি আবেদন করতে পারবে । কোন রকম আবেদনমূল্য লাগবে না । রাজ্যের সমস্ত ছেলে বা মেয়ে উভয় আবেদন করতে পারবে । 



পদের নাম -

স্বাস্থ্যকর্মী ( Health Worker )

রাজ্যের সব জেলা থেকে এখানে আবেদন করতে পারবে । রাজ্যের এই পদে চাকরিপ্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে । 


শিক্ষাগত যোগ্যতা -

রাজ্যের এই পদে আবেদন করতে গেলে অবশ্যই মাধ্যমিক/উচ্চমাধ্যমিক/গ্রাজুয়েশান পাশ হতে হবে । কোন রকম অভিজ্ঞতা না থাকলে ও আবেদন করতে পারবে । 


মোটশূন্যপদ

রাজ্যের সমস্ত জেলাতে প্রায় ১০০০ ও বেশি পদে কর্মী নিয়োগ । রাজ্যের এই চাকরির আপডেট সমস্ত চারকিপ্রার্থীর কাছে বিরাট সুখবর হতে চলেছে । 


বয়সসীমা

যে সমস্ত আবেদনকারীরা আবেদন করবেন এখানে অবশ্যই তাদের বয়সসীমা ২২ থেকে ৩০ বছর বয়স হতে হবে । রাজ্যের এই চাকরির সু্যোগ সবার কাছে বিরাট সুযোগ হতে চলেছে ।


নিয়োগের পদ্ধতি -

রাজ্য সরকারের এই পদে আবেদন যদি করেন তাহলে কোন রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে এখানে নিয়োগ হবে । 


জরুরি ডকুমেন্ট আবেদনের জন্য -

১. মাধ্যমিক/উচ্চমাধ্যমিকের সমস্ত মার্কশিট, এডমিট, পাশ সার্টিফিকেট 

২. বয়সের প্রমানপত্র মাধ্যমিকের এডমিট বা Birth Certificate 

৩. স্থায়ী বসবাসের প্রমানপত্র 

৪. ভোটার কার্ড

৫. আধার কার্ড


আবেদনের প্রক্রিয়া -

সমস্ত আবেদনকারীরে জানানো হচ্ছে এখানে অফলাইনের মাধ্যমে কর্মী নিয়োগ হবে । নিচে ফর্মের লিংক দেওয়া হল - 


আবেদনের শেষ তারিখ - ১৮/০৫/২০২২


আবেদনের লিংক -

ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ