রাজ্যবীসীর কাছে বিরাট সুখবর দিল কলকাতা পুলিশ বিভাগের তরফ থেকে । রাজ্যে পুলিশ বিভাগে সিভিক পুলিশ ভলেন্টিয়ার পদে এখন আবেদন করতে পারবে । রাজ্য বাসীর কাছে এটা একটা বিরাট খুশির খবর । অনেকদিন ধরে সিভিক পুলিশ বিভাগে নিয়োগ নিয়ে অনেক সমস্যা চলছিল । সমস্ত জটিলতা কাটিয়ে এবার সবাই আবেদন করতে পারবে ।২৩টি জেলা থেকে সমস্ত অষ্টমশ্রেনী পাশরা আবেদন করতে পারবে ।
পদের নাম -
সিভিক পুলিশ ভলেন্টিয়ার
শিক্ষাগত যোগ্যতা -
চাকরিপার্থীরা যারা আবেদন করতে চান অষ্টমশ্রেনী পাশ করলে এখানে আবেদন করতে পারবে ।
রাজ্যের যেকোন জায়গা থেকে আবেদন করতে পারবে ।
বয়সসীমা -
ইচ্ছুক চাকরীপ্রার্থীরা যারা আবেদন করতে পারবে তাদের বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর বয়সসীমা হতে হবে ।
নিয়োগের পদ্ধতি -
চাকরীপ্রার্থীরা যারা আবেদন করবেন তাদের সবাইকে লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ এবং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে । অবশ্যই মেডিকেল ফিট হতে হবে ।
আবেদনমূল্য -
সমস্ত চাকরীপ্রার্থীকে বলা হচ্ছে কোন রকম আবেদনমূলয লাগবে না । আবেদন করতে গেলে অফলাইনের মাধ্যমে করতে হবে । ফর্ম নিচে পেয়ে যাবেন ।
মোট শূন্যপদ -
রাজ্যে সিভিক পুলিশ ভলেন্টিয়ার পদে ৩০ টি শূন্যপদ খালি রয়েছে ।
লিখিত পরীক্ষার সিলেবাস -
সমস্ত পরীক্ষার প্রশ্ন পত্র অবশ্যই অষ্টম ও মাধ্যমিক লেভেলে হবে । ১০০ নম্বরে পরীক্ষা হবে যেখানে ৮০ লিখিত ও ২০ ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে ।
জরুরি ডকুমেন্ট ফর্মফিলাপের জন্য -
১. অষ্টমশ্রেনীর শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র
২. বয়সের প্রমানপত্র
৩. ভোটার বা আধার কার্ড
৪. পাসপোর্ট সাইজ ফোটো
৫. কাস্ট সার্টিফিকেট
আবেদনের শুরুর তারিখ -
১৯/০৪/২০২২
আবেদনের শেষ তারিখ -
২৬/০৪/২০২২
আবেদনের ফর্ম নিচে ক্লিক করুন -
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box