বনদপ্তরে কর্মী নিয়োগের বিরাট আপডেট রাজ্যবীসীর কাছে ২০২২ । বনদপ্তরে এই নিয়োগের নতুন পদে কারা কারা আবেদন করতে পারবে । ২৩টি জেলা থেকে কিভাবে আবেদন করতে পারবে সব নিচে আলোচনা করা হল । পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবে ।
পদগুলির নাম -
Technician ( Maintenance Plumber)
Multi Tasking Staff (MTS)
এই পদগুলিতে কিভাবে আবেদন করতে পারবে দেখে নিন । পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবে ।
শিক্ষাগত যোগ্যতা -
চাকরীপার্থীরা যারা আবেদন করতে চান অবশ্যই মাধ্যমিক ও তার সমতুল্য পাশ করতে হবে বা এি যোগ্যতা থাকতে হবে । মাধ্যমিক পাশের সাথে সাথে ITI পাশ করতে হবে । তবেই আবেদন করতে পারবে ।
বয়সসীমা -
যদি আপনি Technician পদে আবেদন করতে চান তাহল ৩২ বছর পর্যন্ত বয়সসীমা হতে হবে । যদি MTS পদে আবেদন করতে চান তাহল অবশ্যই ২৫ বছর পর্যন্ত বয়সসীমা হতে হবে ।
নিয়োগের পদ্ধতি -
ইচ্ছুক চাকরিপার্থীরা যারা আবেদন করতে চান এখানে তাদেরকে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে নিচে দেখে নিন সিলেবাস ।
আবেদনমূল্য -
সমস্ত চাকরিপার্থী কে ৩০০ টাকা আবেদন মূল্য দিতে হবে ।
লিখিত পরীক্ষার সিলেবাস -
1. General English (20marks)
2. Mental Ability & Reasoning ( 20 Marks )
3. General English ( 20 marks )
4. Arithmetic (20 Marks )
5. Basic Science (20 marks )
MCQ 100 Questions Time 3 hours 10th standard.
জরুরি ডকুমেন্ট আবেদনের জন্য -
১. সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
২. বয়সের প্রমানপত্র
৩. ভোটার/ আধার কার্ড
৪. রিসেন্ট তোলা ফোটো
অফলাইনে আবেদন করার জন্য ফর্ম নিচের লিংকে ক্লিক করুন ।
আবেদনের শুরুর তারিখ -
৯/০৫/২০২২
আবেদনের শেষ তারিখ -
২৪/০৫/২০২২
আবেদনের লিংক Click here
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box