রাজ্যে ব্যাঙ্কে প্রচুর কর্মী নিয়োগ ২০২২ : অষ্টমশ্রেনী পাশে সরাসরি চাকরিতে নিয়োগ

 রাজ্যবাসীর কাছে বিরাট খুশির খবর রাজ্যে জেলায় জেলায় ব্যাঙ্কে প্রচুর কর্মী নিয়োগ ২০২২ । ২৩টি জেলা থেকে আবেদন করতে পারবে । পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবে । অষ্টমশ্রেনী ও মাধ্যমিক পাশে আবেদন করতে করতে পারবে । কিভাবে আবেদন করতে পারবে কবে থেকে আবেদন করতে পারবে সব নিচে আলোচনা করা হল -



ব্যাঙ্কের নাম -

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্কের তরফ থেকে এই নিয়োগ হবে ।


পদের নাম -

1. Faculty 

2. Office Attendant 

3. Sub Staff

4. Watchman 


এই পদে সবাই আবেদন করতে পারবে । অফলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে পারবে । 


শিক্ষাগত যোগ্যতা -

সমস্ত পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন । অষ্টমশ্রেনী ও মাধ্যমিক পাশ এবং উচ্চমাধ্যমিক পাশ করলেই এখানে আবেদন করতে পারবে । কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে হবে । 


নিয়োগের প্রক্রিয়া -

ব্যাঙ্কের এই পদগুলিতে যদি আবেদন করতে চাও অবশ্যই এই নিয়োগের প্রক্রিয়ার মধ্য দিয়ে পাশ করতে হবে -

১. ইন্টারভিউ 

২. ডকুমেন্ট ভেরিফিকেশান 


কোন রকম লিখিত পরীক্ষা হবে না এখানে । রাজ্যের সমস্ত জেলায় এই নিয়োগ হবে । পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবে । 


আবেদন মূল্য -

যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে আবেদন করতে চান তাদের কোন রকম আবেদন মূল্য লাগবে না । 


বয়সসীমা

চাকরিপ্রার্থীর বয়সসীমা -

1. Faculty - ১৮ থেকে ২৫ বছর

2. Office Attendant - ১৮ থেকে ২৭ বছর

3. Sub Staff - ১৮ থেকে ২৫ বছর 

4. Watchman - ১৮ থেকে ৩০ বছর


আবেদনের জন্য জরুরি ডকুমেন্ট -

১.  শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্ট

২. বয়সের প্রমানপত্র

৩. আধার বা ভোটার কার্ড

৪.  কাস্ট সার্টিফিকেট

৫. রিসেন্ট ফোটো


সমস্ত ডকুমেন্টের জেরক্স ও অরিজিনাল কপি ইন্টারভিউর দিন নিয়ে আসতে হবে ।


আবেদনের প্রক্রিয়া -

১. প্রথমে নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে ।

২. তারপর ডাউনলোড করতে হবে ফর্ম

৩. সঠিকভাবে ফিলাপ করে সঠিক ঠিকানাতে পাঠাতে হবে ।


আবেদনের শেষ তারিখ - ২২/০৪/২০২২


আবেদনের লিংক -

Click here



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ