রাজ্যে BDO অফিসে খাদ্যসাথী কর্মী নিয়োগ , সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি আবেদন করুন

 রাজ্য BDO অফিসে কর্মী নিয়োগ নিয়োগের নতুন বিজ্ঞপ্তি জারি করলেন রাজ্য সরকার । রাজ্যের নতুন পদে নিয়োগের চাকরির আপডেট । রাজ্যে চাকরিপ্রার্থীদের জন্য বিরাট খুশির খবর এই পদে আবেদন করতে পারবে । ২৩টি জেলা থেকে আবেদন করতে পারবে । জেলায় জেলায় কর্মী নিয়োগ হবে । কিভাবে আবেদন করতে হবে দেখে নিন -



পদের নাম -

Assistant Accountant এই পদে আবেদন করতে পারবে । রাজ্যের সরাসরি আবেদন করতে পারবে । জেলায় জেলায় আবেদন করতে পারবে ।


শিক্ষাগত যোগ্যতা -

আবেদনকারীরা যারা আবেদন করতে চান অবশ্যই গ্রাজুয়েশান পাশ করতে হবে সঙ্গে কম্পিউটারে যে কোন একটি কোর্স করতে পারবে । 


বয়সসীমা

যারা আবেদন করতে চান অবশ্যই ১৮ থেকে ২৮ বছরের মধ্যে বয়সসীমা হতে হবে । পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবে । সমস্ত জেলা থেকে আবেদন করতে পারবে । রাজ্যের নতুন পদে আবেদন করতে পারবে । 


নিয়োগের পদ্ধতি -

রাজ্যের Assistant Accountant পদে কোন লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি । কোন অভিজ্ঞতার দরকার নেই । প্রতি জেলায় জেলায় কর্মী নিয়োগের আপডেট । রাজ্যের Mid-day- Meal বিভাগে কর্মী নিয়োগ । 


জরুরি ডকুমেন্ট আবেদনের জন্য -

১. সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট 

২. ভোটার কার্ড 

৩. আধার কার্ড

৪. কম্পিউটারের সার্টিফিকেট 

৫. কাস্ট সার্টিফিকেট

৬. অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি থাকে )

৭. বয়সের প্রমানপত্র


বেতন

রাজ্যে এই পদে আবেদন করলে বেতন ১১ হাজার টাকা প্রতিমাসে । রাজ্যের সমস্ত জেলায় জেলায় নিয়োগ । 


কিভাবে আবেদন করবে -

সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ তাই কোন ফর্মফিলাপ করতে হবে না । সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি ।


ইন্টারভিউ ডেট ও টাইম -

ইন্টারভিউর তারিখ ২৮/০৪/২০২২ 

Office of the Block Development Office 

Suri-II Development Block

Purandarpur, Birbhum


আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য আপনি নিচের দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন টি ডাউনলোড করে ভালো করে জেনে নিতে পারবেন। এখানে চাকরি করতে হলে অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করুন এবং অফিশিয়াল নোটিফিকেশন টি ডাউনলোড করে দেখুন


আবেদনের লিংক - 

Click here



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ