গ্রুপ সি পদে একাধিক কর্মী নিয়োগ প্রাথমিক বিদ্যালয়। Latest govt job 2024

 গ্রুপ সি পদে একাধিক কর্মী নিয়োগ প্রাথমিক বিদ্যালয়। Latest govt job 2024 



পদের নাম: প্রার্থীদের এখানে গ্রুপ সি অর্থাৎ সুপারিনটেনডেন্ট, কেয়ারটেকার, নাইট গার্ড, হেলপার, কর্মবন্ধু ও কুক পদে নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ: এখানে মোট শূন্যপদের সংখ্যা রয়েছে ০৬ টি অর্থাৎ প্রত্যেকটি পদে একজন করে কর্মী নিয়োগ হবে ।

মাসিক বেতন: এখানে চাকরির নির্বাচিত ০৬ জন প্রার্থীদের কে প্রতিমাসে ৫,০০০/- থেকে ১৫,০০০/- টাকা বেতন দেওয়া হবে।


শিক্ষাগত যোগ্যতা: মালদা জেলা ম্যাজিস্ট্রেট অফিসের সুপারিনটেনডেন্ট ও কুক পদে আবেদন করার জন্য আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন অষ্টম শ্রেণী পাশ ও গ্র্যাজুয়েশন।

বয়সসীমা: মালদা জেলা ম্যাজিস্ট্রেট অফিসের সুপারিনটেনডেন্ট ও কুক পদে আবেদন করার জন্য আবেদনকারীদের বয়স প্রয়োজন ২১-৪৫ বছর।


আবেদন ফর্ম জমা করার ঠিকানা: আবেদনকারীদেরকে এখানে উল্লেখ করা ঠিকানায় আবেদন ফর্ম জমা করতে হবে The Office of The Project Officer District Welfare Officer, Backward Classes Welfare & Tribal Development, Malda, Cemetery Road, Near BT College।

আবেদন তারিখ: মালদা জেলা ম্যাজিস্ট্রেট অফিসের সুপারিনটেনডেন্ট ও কুক পদের জন্য আবেদন পদ্ধতি শুরু হয়েছে ২৫/১১/২০২৪ তারিখে এবং শেষ হবে ১২/১২/২০২৪ তারিখে।


Download form -

Click here

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ