গ্ৰুপ- ডি সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ রাজ্যে হাসপাতালে, Wb hospital group d job vacancy 2024

 গ্ৰুপ- ডি সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ রাজ্যে হাসপাতালে, Wb hospital group d job vacancy 2024 



পদের নাম—

গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ ।


শিক্ষাগত যোগ্যতা— এই পদে আবেদন জানানোর জন্য প্রার্থীকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। এছাড়া স্থানীয় ভাষায় সাবলীলভাবে কথাবার্তা বলার দক্ষতা রাখতে হবে। প্রার্থীকে অবশ্যই একজন মহিলা হতে হবে।


মাসিক বেতন— এই পদে কর্মরত প্রার্থীকে ও প্রতিমাসে ৮০০০/- টাকা বেতন দেওয়া হবে।


বয়সসীমা— আগ্রহী প্রার্থীরা ন্যূনতম ২০ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সের মধ্যে আবেদন জানাতে পারবেন।


আবেদন পদ্ধতি— আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন নথিভূক্ত করতে হবে।


আবেদন ফি— সংশ্লিষ্ট এই নিয়োগের ক্ষেত্রে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ৫০/- টাকা এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ১০০/- টাকা আবেদন কি জমা করতে হবে।


আবেদনের লিংক -

ক্লিক করুন


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ