মাধ্যমিক পাশে পিয়ন ও ক্লার্ক নিয়োগ, এক্ষুনি ফর্ম জমা করুন, wb latest govt job 2024

 মাধ্যমিক পাশে পিয়ন ও ক্লার্ক নিয়োগ, এক্ষুনি ফর্ম জমা করুন, wb latest govt job 2024 



পোস্টের নামঃ Clerk/DEO & Office Peon। আরও জানতে অফিসিয়াল নোটিশটি পড়ে নিন। 


বয়সসীমাঃ 

০১/০১/২০২৪ তারিখ ধরে যে সকল সাধারণ শ্রেণির প্রার্থীদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে রয়েছে তারাই আবেদনের যোগ্য। 


যোগ্যতা -

এই পদে (WB District Court Recruitment 2024) আবেদন করতে ভিন্ন ভিন্ন যোগ্যতা চাওয়া হয়েছে। Office Peon পদে আবেদন করতে মাধ্যমিক পাস এবং Clerk/DEO পদে আবেদন করতে গ্র্যাজুয়েশন পাস হতে হবে।


নিয়োগ পদ্ধতি:

প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হবে। তারপরে ইন্টারভিউ দিতে হবে। দুই ধাপে উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ করা হবে।


আবেদন পদ্ধতিঃ

আবেদনে ইচ্ছুক প্রার্থীদের আবেদনপত্র জমা দিতে হবে অফলাইনে। আবেদনের ফর্মটি অফিসিয়াল নোটিশে দেওয়া রয়েছে। অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে আবেদন ফর্মটি প্রিন্ট আউট করে বের করে নিয়ে সুন্দর ও সঠিক ভাবে ফিলাপ করে নিন।


আবেদনের লিংক -

ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ