রাজ্যে DM অফিসে গ্রুপ সি ও ডি পদে চাকরি, WB latest govt job 2024
শূন্যপদের সংখ্যা:
- খণ্ডকালীন কর্মবন্ধুপোস্ট – ০১ টি।
- রান্না – ০১ টি
- সাহায্যকারী – ০১ টি
- দারোয়ান কাম নাইট গার্ড – ০১ টি।
- সুপারিনটেনডেন্ট – ০১ টি
- ম্যাট্রান – ০১ টি।
বেতন: আগ্রহ প্রার্থীরা উল্লেখিত পদ গুলিতে চাকরির জন্য নির্বাচিত হলে পদ অনুযায়ী বেতন পাবেন।
আগ্রহ প্রার্থীদের সুপারিনটেনডেন্ট ও ম্যাট্রান পদে আবেদন করার জন্য যে কোন একটি স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক ও স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। এবং অন্যান্য পদ গুলিতে আবেদন করার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কোনো নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ নেই।
বয়স সীমা: সংশ্লিষ্ট পদে গুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পত্র জমা দেওয়ার তারিখ : আগ্রহ প্রার্থীদের ১৪/০৮/২০২৪ তারিখে মধ্যে আবেদন পত্র নথিভুক্ত করতে হবে।
আবেদনপত্র পত্র জমা দেওয়ার স্থান: DWO, BCW and TD ঝাড়গ্রাম অফিস।
আবেদনের লিংক -
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box