পশ্চিমবঙ্গে সহায়ক,কর্মবন্ধু,রাধুনী,নাইট গার্ড পদে নিয়োগ শুরু হয়েছে, WB Helper Job Recruitment 2024

 পশ্চিমবঙ্গে সহায়ক,কর্মবন্ধু,রাধুনী,নাইট গার্ড পদে নিয়োগ শুরু হয়েছে, WB Helper Job Recruitment 2024




পদের নাম : 

এখানে নতুন করে সহায়ক, কর্মবন্ধু, রাধুনী, নাইট গার্ড এই সমস্ত পদে নতুন আবেদন শুরু হয়েছে।


বয়স সীমা কত : চাকরি প্রার্থীদের বয়স 18 থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর যেমন SC,ST – 5, OBC-3 বছর বয়সের ছাড় থাকবে।


শিক্ষাগত যোগ্যতা : চাকরি প্রার্থীদের যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করা থাকলে এই সমস্ত পদে আবেদন করতে পারবেন।

বেতন সীমা : আবেদন করার পরে যে সমস্ত প্রার্থীদের চাকরি হবে তাদের এখানে আলাদা আলাদা বেতন ভাগ করে দিয়েছে প্রতিটি পদের ক্ষেত্রে। নিম্নে উল্লেখ করা হয়েছে কোন পদে কত বেতন থাকবে।


আবেদন পদ্ধতি কিভাবে : সকল আগ্রহীযোগ্য চাকরিপ্রার্থীদের অফলাইন অথবা অনলাইনে আবেদন নথিভুক্ত করতে হবে না। বিজ্ঞপ্তির শেষে আবেদন পত্রটি প্রিন্ট আউট করে নিয়ে হাতে-কলমে সুন্দর করে ফিলাপ করে তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র একত্রিত করে নির্দিষ্ট সময়ের আগে ইন্টারভিউয়ের স্থানে উপস্থিত হতে হবে যোগ্য প্রার্থীদের।


অফিসিয়াল নোটিশ :

ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ