বনদপ্তরে কর্মী নিয়োগ রাজ্যে । forest department job 2024

 বনদপ্তরে কর্মী নিয়োগ রাজ্যে । forest department job 2024 




পদের নাম: মোট তিন ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে এখানে। যথা,

1. সেকশন অফিসার 

2. অ্যাসিস্ট্যান্ট

3. আপার ডিভিশন ক্লার্ক

শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে।

প্রার্থীর বয়সসীমা: বয়সের ঊর্ধ্বসীমা 56 বছর রাখা হয়েছে। অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন যোগ্য।

মাসিক বেতন: পদ অনুযায়ী মাসিক বেতন ভিন্ন। এক্ষেত্রে সর্বোচ্চ লেভেলের পদের ক্ষেত্রে মাসিক বেতন 44,900/- টাকা থেকে শুরু হচ্ছে।


আবেদন পদ্ধতি: অফলাইনের মাধ্যমে নিম্নে প্রদত্ত ধাপ অনুসরন করে আবেদন জানাতে পারবেন।


আবেদনের লিংক -

ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ