শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ গ্রুপ সি ও ডি পদে । Wb latest govt job 2024

 শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ গ্রুপ সি ও ডি পদে । Wb latest govt job 2024 



পদের নাম -

শিশুসুরক্ষা গ্রুপ সি ও ডি পদে নিয়োগ । 


শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমা করে থাকতে হবে।

মাসিক বেতন: কর্মী পিছু মাসিক গড় বেতন 12,000/- টাকা থেকে শুরু হচ্ছে।


প্রার্থীর বয়সসীমা: উপরের যেকোনো ধরনের পদে আবেদনের ক্ষেত্রেই ন্যুনতম 21 বছর হতে হবে। এবং সর্বোচ্চ 40 বছর বয়সের প্রার্থীরা আবেদন যোগ্য।


আবেদন পদ্ধতি: অফলাইনের মাধ্যমে আবেদন জমা করতে হবে।


আবেদনের সময়সীমা: আগামী 07/03/2024 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে অফিসিয়াল নোটিফিকেশন এর লিংক দেওয়া হয়েছে, সেখানেই নিয়োগের আবেদনপত্র এবং আবেদনপত্র পাঠানোর ঠিকানা পেয়ে যাবেন।


আবেদনের লিংক -

ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ