রাজ্যে কৃষি বিভাগে কর্মী নিয়োগ । Wb group c job vacancy 2024

 রাজ্যে কৃষি বিভাগে কর্মী নিয়োগ । Wb group c job vacancy 2024 





শূন্য পদ:

মোট শূন্য পথ 1051 টি।
১) কৃষি উপ-পরিচালক ১৫৫ টি ।
২) সহকারী পরিচালক (কৃষি প্রকৌশল )১৯ টি পদ।
৩) সরকারি পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) ১১ টি পদ
৪) ব্লক এগ্রিকালচার অফিসার ৮৬৬ টি পদ ।

এই সমস্ত পদে এগ্রিকালচার অফিসে নিয়োগ করা হবে।

প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা লাগবে:
যে সমস্ত প্রার্থী এই পদের জন্য এপ্লাই করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পাস করে থাকতে হবে। আরো বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশদেখে নিবেন ওখানে বিস্তারিত বয়সসীমাও উল্লেখ করা রয়েছে।


পরীক্ষা প্রক্রিয়া:
আবেদনকারী প্রার্থীদের নির্বাচন করা হবে লিখিত পরীক্ষা এবংমৌখিক পরীক্ষার মাধ্যমে লিখিত পরীক্ষার ৪০০ নম্বরের মধ্যে প্রশ্ন থাকবে।এবং লিখিত পরীক্ষায় পাশ করলে সেই পরীক্ষার্থীকে মৌখিক অথবা ইন্টারভিউর জন্য ডাকা হবে।।

আবেদনের শেষ তারিখ:
আবেদন প্রক্রিয়া শুরু হবে ১৫ই জানুয়ারি থেকে ২৮ শে জানুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত চলবে।

আবেদন ফি:
যে সমস্ত প্রার্থী এই পদের জন্য আগ্রহী তাদের আবেদন ফি General Candidate 700/- ,এবং SC/ST 200 টাকা করে ফ্রী জমা করতে হবে।


আবেদনের লিংক -

ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ