পৌরসভায় গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ । wb govt job vacancy 2024

 পৌরসভায় গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ । wb govt job vacancy 2024



পদের নাম: পৌরসভার ক্লার্ক


শিক্ষকতা যোগ্যতা: এই পদে আবেদনকারী প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতা লাগবে কমপক্ষে মাধ্যমিক পাস। সাথে কম্পিউটার টাইপিং এর দক্ষতা থাকতে হবে।


বয়সসীমা: এখানে বয়স সীমা চাওয়া হয়েছে ১৮ থেকে ৪০ বছরের মধ্যেএখানে বয়স সীমা যাওয়া হয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে০১/০১/২০২৪ অনুযায়ী ।


বেতন: এই পদপ্রার্থীকে মাসিক বেতন দেওয়া হবে ২২ হাজার ৭০০ টাকা।


আবেদন পদ্ধতি:
আবেদন পদ্ধতি সম্পূর্ণ অনলাইনে করতে হবে রাজ্যের মিউনিসিপ্যালিটি কমিশনের ওয়েবসাইটে। এখানে একটি মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর যাবতীয় ডকুমেন্ট এবং তত্ত্ব নাম, ঠিকানা দিয়ে ফিলাপ করে সাবমিট করতে হবে।


আবেদন ফি:
আবেদন কি জেনারেল এবং ওবিসি প্রার্থীদের জন্য ২০০ টাকা করে ফ্রি ব্যবহার করতে হবে।


আবেদনের লিংক -

ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ