রাজ্যে পোস্ট অফিসে গ্রুপ ডি পদে নিয়োগ । Post office group d job 2024

 রাজ্যে পোস্ট অফিসে গ্রুপ ডি পদে নিয়োগ । Post office group d job 2024 



নিয়োগকারী সংস্থা: ডাক বিভাগ তথা Department of Posts এর তরফে হবে এই নিয়োগ।

পদের নাম: ডাক বিভাগের এই নিয়োগ এর মধ্য দিয়ে গ্রুপ সি লেভেলের পদে হবে নিয়োগ।


শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে।


প্রার্থীর বয়সসীমা: 18 থেকে 27 বছর বয়সের মধ্যে যেকেউ আবেদন যোগ্য বলে বিবেচিত হবেন।


মাসিক বেতন: নিয়োগের পর কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 19,900/- টাকা থেকে শুরু হচ্ছে।


আবেদন পদ্ধতি: অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।


আবেদনের জন্য ডকুমেন্ট -

১। শিক্ষাগতা যোগ্যতার সমস্ত সার্টিফিকেট ।

২| বয়সের প্রমানপত্র হিসাবে মাধ্যমিকের এডমিট বা বার্থ সার্টিফিকেট ।

৩| কাস্ট সার্টিফিকেট ।

৪| ভোটার কার্ড ।

৫|আধার কার্ড ।

৬| কোন কাজের অভিজ্ঞতা থাকলে তার সার্টফিকেট ।


নিয়োগ পদ্ধতি -

এই পদে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে ।


আবেদনের সময়সীমা: আগামী 16/02/2024 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন।


আবেদনের ফর্ম -

ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ