রাজ্যে হসপিটালে কর্মী নিয়োগ । Wb govt job vacancy 2023

 পশ্চিমবঙ্গ রাজ্য সরকার (Government of West Bengal) এর তত্ত্বাবধানে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি অফিসের তরফে কর্মী নিয়োগ করা হবে।



পদ – MTS


শিক্ষাগত যোগ্যতা: MTS তথা মাল্টি টাস্কিং স্টাফ পদে আবেদনের জন্য যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে।


প্রার্থীর বয়সসীমা: এখানে চাকরির জন্য আবেদন জানাতে গেলে প্রার্থীর বয়স হতে হবে 21 থেকে 40 বছর বয়সের মধ্যে।


মাসিক বেতন: দৈনিক 500/- টাকার হিসাবে সর্বোচ্চ 20 দিন কাজ হতে পারে। সেক্ষেত্রে মাসের শেষে সর্বোচ্চ 10,000/- টাকা বেতন হতে পারে।


পদ – Peer Support


শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশ।


প্রার্থীর বয়সসীমা: বয়সের ঊর্ধ্বসীমা 40 বছর। অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন যোগ্য।


মাসিক বেতন: কর্মী পিছু মাসিক গড় বেতন 10,000/- টাকা থেকে শুরু হচ্ছে।


পদ – Staff Nurse


শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ক্ষেত্র থেকে GNM ট্রেনিং কোর্স সম্পন্ন করে থাকতে হবে।


প্রার্থীর বয়সসীমা: ন্যূনতম 21 বছর বয়সের প্রার্থীরা আবেদন যোগ্য। সর্বোচ্চ 40 বছর বয়সের প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।


মাসিক বেতন: নিয়োগের পর কর্মী পিছু মাসিক গড় বেতন 25,000/- টাকা।


পদ – Counsellor 


শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে।


প্রার্থীর বয়সসীমা: ন্যূনতম 21 বছর বয়সের প্রার্থীরা আবেদন যোগ্য। সর্বোচ্চ 40 বছর বয়সের প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।


আবেদনের জন্য ডকুমেন্ট -

১। শিক্ষাগতা যোগ্যতার সমস্ত সার্টিফিকেট ।

২| বয়সের প্রমানপত্র হিসাবে মাধ্যমিকের এডমিট বা বার্থ সার্টিফিকেট ।

৩| কাস্ট সার্টিফিকেট ।

৪| ভোটার কার্ড ।

৫|আধার কার্ড ।

৬| কোন কাজের অভিজ্ঞতা থাকলে তার সার্টফিকেট ।



আবেদন পদ্ধতি-
অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারেন। সেক্ষেত্রে ওপরের দেওয়া আবেদন পদ্ধতি অনুসরণ করুন।


1. সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন আবেদন এর লিংকে ক্লিক করুন।


2. নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন তথা ফর্ম ফিলাপ করে নিন।


3. সেক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি সকল প্রকার তথ্য দেবেন।


নিয়োগ পদ্ধতি -
এই পদে নিয়োগ হবে কোন পরীক্ষা ছাড়াই প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে । 


আবেদনের সময়সীমা: আগামী 31/10/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে অফিসিয়াল নোটিফিকেশনের লিংক দেওয়া হয়েছে, ডাউনলোড করে বিস্তারিত জেনে নিন।


আবেদনের লিংক -

ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ