রাজ্যে বিডিও অফিসে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ । Wb latest govt job vacancy

 রাজ্যে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ । সমস্ত জেলা থেকে আবেদন করতে পারবে । 



পদের নাম -

গ্রুপ ডি ডাটা ম্যানেজার পদে কর্মী নিয়োগ । 


শিক্ষাগতা যোগ্যতা -

এই পদে গ্রাজ্যুয়েশান পাশ করলে আবেদন করতে পারবে । 


বয়সসীমা -

যারা যারা এই পদে আবেদন করতে ইচ্ছুক 18-45 বছর পর্যন্ত আবেদন করতে পারবে ।


আবেদনের ফিস -

এই পদে আবেদন করতে গেলে কোনো আবেদনমূল্য লাগবে না ।


আবেদনের পদ্ধতি -

যারা এই পদে আবেদন করতে চান অফলাইনে আবেদন করতে হবে ।


আবেদনের জন্য ডকুমেন্ট -

১। শিক্ষাগতা যোগ্যতার সমস্ত সার্টিফিকেট ।

২| বয়সের প্রমানপত্র হিসাবে মাধ্যমিকের এডমিট বা বার্থ সার্টিফিকেট ।

৩| কাস্ট সার্টিফিকেট ।

৪| ভোটার কার্ড ।

৫|আধার কার্ড ।

৬| কোন কাজের অভিজ্ঞতা থাকলে তার সার্টফিকেট ।


নিয়োগ পদ্ধতি -
এই পদে নিয়োগ হবে কোন পরীক্ষা ছাড়াই প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে ।


মাসিক বেতন -

এই পদে গ্রুপ ডি 11,000 পর্যন্ত বেতন দেওয়া হবে ।

 

আবেদনের শেষ তারিখ -

30/10/2023


আবেদনের ফর্ম -

ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ