রাজ্যে জেলা আদালতে নতুন কর্মী নিয়োগ । সমস্ত জেলা থেকে এই পদে আবেদন করতে পারবে

 রাজ্যে জেলা আদালতে নতুন কর্মী নিয়োগ । সমস্ত জেলা থেকে এই পদে নতুন ভাবে কর্মী নিয়োগ । কিভাবে আবেদন করতে হবে সেটা নিচে আলোচনা করা হলো ।



পদের নাম -

মূলত স্টেনোগ্রাফার পদে কর্মী নিয়োগ করা হবে। সেক্ষেত্রে স্টেনোগ্রাফার গ্রেড II এবং স্টেনোগ্রাফার গ্রেড III পদে নেওয়া হবে কর্মী।


শিক্ষাগতা যোগ্যতা -

যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যুনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে।


মাসিক বেতন-

 নিয়োগের পর সর্বনিম্ন মাসিক বেতন 32,100/- টাকা। এই বেতন সর্বোচ্চ 82,900/- টাকা অব্দি হতে পারে।


আবেদনের জন্য ডকুমেন্ট -

১। শিক্ষাগতা যোগ্যতার সমস্ত সার্টিফিকেট ।

২| বয়সের প্রমানপত্র হিসাবে মাধ্যমিকের এডমিট বা বার্থ সার্টিফিকেট ।

৩| কাস্ট সার্টিফিকেট ।

৪| ভোটার কার্ড ।

৫|আধার কার্ড ।

৬| কোন কাজের অভিজ্ঞতা থাকলে তার সার্টফিকেট ।


প্রার্থীর বয়সসীমা ও বয়সে ছাড়-

 উভয় পদে আবেদনের ক্ষেত্রেই প্রার্থীর ন্যুনতম বয়স হতে হবে 18 বছর। সর্বোচ্চ 39 বছর বয়সের প্রার্থীরা আবেদন যোগ্য। 

রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের বয়সে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। যেমন, SC/ST প্রার্থীদের বয়সে 5 বছরের ছাড় এবং OBC প্রার্থীদের বয়সে 3 বছরের ছাড় দেওয়া হয়েছে।



আবেদন পদ্ধতি-

অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। নিচে উল্লিখিত আবেদন পদ্ধতি অনুসরণ করুন।


আবেদনের সময়সীমা: আগামী 12/10/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন।


নিয়োগ পদ্ধতি -

কোন রকম পরীক্ষা ছাড়াই এই পদে আবেদন করতে পারবেন ।


আবেদনের লিংক -

ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ