SBI ব্যাঙ্ক দিচ্ছে বাড়িতে বসে কাজের সুযোগ । গ্রাজ্যুয়েশান পাশ করলে আবেদন করতে পারবে ।

 State bank of India দিচ্ছে প্রচুর পদে বাড়িতে বসে কাজের সুযোগ । সমস্ত জেলা থেকে এই পদে আবেদন করতে পারবে । পুরুষ ও মহিলা সবাই আবেদন করতে পারবে । কিভাবে ফর্ম ফিলাপ করতে হবে সমস্ত টা নিচে আলোচনা করা হলো -




পদের নাম -

Sbi life Insurance বিভাগে বিভিন্ন পদে কর্মী নিয়োগ চলছে ।


শিক্ষাগতা যোগ্যতা -

গ্রাজ্যুয়েশান পাশ করলে এই পদে আবেদন করতে পারবে । 


বয়সসীমা -

এই পদে যারা আবেদন করতে চান 18 থেকে 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে । 


মাসিক বেতন -

এই পদে যারা আবেদন করতে চান 15000 থেকে 20000 পর্যন্ত বেতন ।


আবেদনের জন্য ডকুমেন্ট -

১। শিক্ষাগতা যোগ্যতার সমস্ত সার্টিফিকেট ।

২| বয়সের প্রমানপত্র হিসাবে মাধ্যমিকের এডমিট বা বার্থ সার্টিফিকেট ।

৩| কাস্ট সার্টিফিকেট ।

৪| ভোটার কার্ড ।

৫|আধার কার্ড ।

৬| কোন কাজের অভিজ্ঞতা থাকলে তার সার্টফিকেট ।

আবেদন পদ্ধতি-
অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারেন। সেক্ষেত্রে ওপরের দেওয়া আবেদন পদ্ধতি অনুসরণ করুন।


1. সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন আবেদন এর লিংকে ক্লিক করুন।


2. নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন তথা ফর্ম ফিলাপ করে নিন।


3. সেক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি সকল প্রকার তথ্য দেবেন।



আবেদনের লিংক -

ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ