ভারতীয় রেলে 5600 শূন্যপদে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে

 রাজ্যে তথা ভারতবর্ষে প্রচুর শূন্যপদে আবেদন করতে পারবে । মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে । কিভাবে আবেদন করতে  হবে সমস্ত টা নিচে আলোচনা করা হলো ।



পদের নাম - 

রেলে গ্রুপ ডি পদে নতুন ভাবে কর্মী নিয়োগ ।


শিক্ষাগতা যোগ্যতা -

যারা এই পদে আবেদন করতে চান মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবে । 


বয়সসীমা -

এই পদে আবেদনের জন্য 15 থেকে 25 বছর পর্যন্ত আবেদন করতে পারবে ।


মোট শূন্যপদ -

রেলের তরফ থেকে প্রায় 5600 পদের বেশি শূন্যপদে নিয়োগ । 


South Western Railway - 904


North Eastern Railway - 1104

Western Railway - 3624


আবেদনের জন্য ডকুমেন্ট -

১। শিক্ষাগতা যোগ্যতার সমস্ত সার্টিফিকেট ।

২| বয়সের প্রমানপত্র হিসাবে মাধ্যমিকের এডমিট বা বার্থ সার্টিফিকেট ।

৩| কাস্ট সার্টিফিকেট ।

৪| ভোটার কার্ড ।

৫|আধার কার্ড ।

৬| কোন কাজের অভিজ্ঞতা থাকলে তার সার্টফিকেট ।

আবেদন পদ্ধতি-
অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারেন। সেক্ষেত্রে ওপরের দেওয়া আবেদন পদ্ধতি অনুসরণ করুন।


1. সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন আবেদন এর লিংকে ক্লিক করুন।


2. নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন তথা ফর্ম ফিলাপ করে নিন।


3. সেক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি সকল প্রকার তথ্য দেবেন।

আবেদনের সময়সীমা: South Western Railway এবং North Eastern Railway এর জন্য আবেদনের শেষ তারিখ 02/08/2023। Western Railway এর জন্য আবেদনের শেষ তারিখ 26/07/2023।


আবেদনের লিংক -

SWR Railway

North Eastren Railway

Westren Railway



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ