রাজ্য জেলা হাসপাতালে বিরাট কর্মী নিয়োগ । Wb hospital recruitment 2023

 রাজ্যে চাকরিপ্রার্থীদের জন্য জেলা হাসপাতালে প্রচুর পদে কর্মী নিয়োগ । সমস্ত জেলা থেকে এই পদে আবেদন করতে পারবে । পুরুষ ও মহিলা সবাই আবেদন করতে পারবে । কিভাবে আবেদন করতে হবে সমস্ত টা নিচে আলোচনা করা হলো -




পদের নাম -

1. Staff Nurse

2. Lab Technician

3. Community health Assistant

4. Block Data Manager


এছাড়াও আরও বিভিন্ন পদে নিয়োগ হবে ।


শিক্ষাগতা যোগ্যতা -

রাজ্যে জেলা হাসপাতালে প্রচুর পদে নিয়োগ সেই জন্য বিভিন্ন পদে আলাদা আলাদা শিক্ষাগতা যোগ্যতা উচ্চমাধ্যমিক থেকে আবেদন করতে পারবে ।


বয়সসীমা -

যারা এই পদে আবেদন করতে চান ১৮ থেকে ২৮ বছর পর্যন্ত আবেদন করতে পারবে ।


আবেদনের জন্য ডকুমেন্ট -

১। শিক্ষাগতা যোগ্যতার সমস্ত সার্টিফিকেট ।

২| বয়সের প্রমানপত্র হিসাবে মাধ্যমিকের এডমিট বা বার্থ সার্টিফিকেট ।

৩| কাস্ট সার্টিফিকেট ।

৪| ভোটার কার্ড ।

৫|আধার কার্ড ।

৬| কোন কাজের অভিজ্ঞতা থাকলে তার সার্টফিকেট ।

আবেদন পদ্ধতি-
অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারেন। সেক্ষেত্রে ওপরের দেওয়া আবেদন পদ্ধতি অনুসরণ করুন।


1. সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন আবেদন এর লিংকে ক্লিক করুন।


2. নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন তথা ফর্ম ফিলাপ করে নিন।


3. সেক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি সকল প্রকার তথ্য দেবেন।


নিয়োগ পদ্ধতি -

সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে ।


আবেদনের লিংক -

ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ