রাজ্যে চাকরিপ্রার্থীদের জন্য নতুন চাকরির সুযোগ, রাজ্যে স্কুলে টিচিং ও নন টিচিং পদে নিয়োগ । রাজ্যের সমস্ত জেলা থেকে আবেদন করতে পারবে, পুরুষ ও মহিলারা সবাই আবেদন করতে পারবে ।
পদের নাম -
টিচিং ও নন টিচিং স্টাফ । কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠোন এর তরফ থেকে নিয়োগ ।
শূন্যপদ -
যে সমস্ত চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন করতে চান প্রচুন শূন্যপদ প্রকাশিত হয়েছে ।
শিক্ষাগতা যোগ্যতা -
যারা আবেদন করতে চান উচ্চমাধ্যমিক ও স্নাতক পাশ করলে আবেদন করতে পারবে । সঙ্গে যে বিষয়ে আবেদন করতে চান B.ED/D.ED কোর্স করা থাকতে হবে ।
বয়সসীমা -
চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন করতে গেলে ২১ থেকে ৩৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবে ।
মাসিক বেতন -
প্রতিমাসে প্রায় ২৩০০০ থেকে ৩৫০০০ পর্যন্ত বেতন ।
আবেদনের প্রক্রিয়া -
চাকরিপ্রার্থীদের অফলাইনে আবেদন করতে পারবে। ফর্মটির লিংক নিচে ওখান থেকে ডাউনলোড করে আবেদন করতে হবে ।
নিয়োগ পদ্ধতি -
কোন রকম পরীক্ষা ছাড়াই নিয়োগ হবে । সরাসরি ইন্টারভিউর মাধ্যমে ।
ইন্টারভিউর তারিখ -
22/24 March 2023
অফিসিয়াল লিংক -
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box