বাংলা সহায়তা কেন্দ্র প্রচুর কর্মী নিয়োগ, BSK New DEO recruitment 2023

 পদের নাম :- ডাটা এন্ট্রি অপারেটর (DEO)


নিয়োগকারী সংস্থা :- বাংলা সহায়তা কেন্দ্র (BSK)

শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ-মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং সাথে কম্পিউটার কোর্স সার্টিফিকেট (অন্তত ৬ মাস) থাকলে আবেদন করতে পারবেন |



রাজ্যের সরকারি চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর | বাংলা সহায়তা কেন্দ্রে নতুন কর্মী নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার | রাজ্যে নতুন করে মোট ১৪৬১টি নতুন বাংলা সহায়তা কেন্দ্র প্রতিষ্ঠিত হতে চলেছে | যেখানে নতুন করে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করানো হবে | পশ্চিমবঙ্গের বেকার ছেলে ও মেয়েদের জন্য বিরাট খুশির খবর |


বয়সসীমা :- প্রার্থীদের বয়স ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন | তবে SC/ST/OBC - প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন |


আবেদনের জন্য ডকুমেন্ট -

১। শিক্ষাগতা যোগ্যতার সমস্ত সার্টিফিকেট ।

২| বয়সের প্রমানপত্র হিসাবে মাধ্যমিকের এডমিট বা বার্থ সার্টিফিকেট ।

৩| কাস্ট সার্টিফিকেট ।

৪| ভোটার কার্ড ।

৫|আধার কার্ড ।

৬| কোন কাজের অভিজ্ঞতা থাকলে তার সার্টফিকেট ।

আবেদন পদ্ধতি-
অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারেন। সেক্ষেত্রে ওপরের দেওয়া আবেদন পদ্ধতি অনুসরণ করুন।


1. সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন আবেদন এর লিংকে ক্লিক করুন।


2. নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন তথা ফর্ম ফিলাপ করে নিন।


3. সেক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি সকল প্রকার তথ্য দেবেন।


অফিসিয়াল নোটিশ -

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ