রাজ্যে চাকরিপ্রার্থীদের জন্য বিরাট চাকরির সুযোগ, জেলায় জেলায় নিয়োগ পঞ্চায়েতে সেক্রেটারি পদে । যেখানে সরাসরি আবেদন করতে পারবে অফলাইনের মাধ্যমে । পুরুষ ও মহিলা সবাই আবেদন করতে পারবে । সে সমস্ত চাকরিপ্রার্থীরা অনেক দিন ধরে চাকরি খুজছে তাদের জন্য বিরাট সুযোগ এই পদে আবেদন করতে পারবে । কিভাবে আবেদন করতে হবে সমস্ত টা নিচে আলোচনা করা হলো -
পদের নাম, শিক্ষাগতা যোগ্যতা -
চাকরিপ্রার্থীরা 5400 শূন্যপদে সেক্রেটারি পদে আবেদন করতে পারবে । এই পদ গ্রুপ সি পদ যেখানে পুরুষ ও মহিলা সবাই আবেদন করতে পারবে । মাধ্যমিক পাশে যে সমস্ত আবেদনকারী ইচ্ছুক আবেদন করার জন্য তারা এই পদে আবেদন করতে পারবে । কোন রকম কাজের অভিজ্ঞতা লাগবে না । কম্পিউটারে যদি কোর্স করা থাকে তাহলে আবেদন করতে পারবে ।
বয়সসীমা ও মাসিক বেতন -
যে সমস্ত ইচ্ছুক আবেদনকারী রা আবেদন করতে চান প্রতিমাসে তাদের ১০ থেকে ১২ হাজার বেতন দেওয়া হবে । এছাড়া এই পদে আবেদন করতে গেলে ১৮ থেকে ৪০ বছর পর্যন্ত বয়সসীমা হতে হবে । তাছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় ও দেওয়া হবে ।
আবেদন ও নিয়োগ প্রক্রিয়া -
যারা ইবেদন করতে ইচ্ছুক সরাসরি নিজ পঞ্চায়েত থেকে পাওয়া যাবে ফর্ম এবং ফর্মটিকে সঠিক ভাবে ফিলাপ করে সমস্ত ডকুমেন্ট যেমন - শিক্ষাগতা যোগ্যতার সার্টিফিকেট, বয়সের প্রমানপত্র, কাস্ট সার্টিফিকেট, ভোটার কার্ড, এই গুলি জেরক্স করে ফর্মের সাথে জমা করতে হবে । লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ হবে ।
আবদনের লিংক -
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box