কলকাতা পৌরসভায় কর্মী নিয়োগ, উচ্চমাধ্যমিক পাশে ১৯০০০ বেতনে নিয়োগ

 চাকরিপ্রার্থীদের জন্য বিরাট চাকরির সুযোগ, সমস্ত জেলা থেকে আবেদন করতে পারবে । পুরুষ ও মহিলা সবাই আবেদন করতে পারবে । কিভাবে আবেদন করতে পারবে সমস্ত কিছু নিচে আলোচনা করা হলো -



পদের নাম -

Ophthalmic Assistant


শিক্ষাগতা যোগ্যতা -

উচ্চমাধ্যমিকে সায়েন্স বিভাগ থেকে পাশ করা থাকলে আবেদন করতে পারবে । 


বয়সসীমা -

১৮ থেকে ৪০ বছর পর্যন্ত আবেদন করতে পারবে ।


মাসিক বেতন -

প্রতিমাসে ১৯০০০ পর্যন্ত বেতন দেওয়া হবে ।


আবেদনের জন্য ডকুমেন্ট -

১। শিক্ষাগতা যোগ্যতার সমস্ত সার্টিফিকেট ।

২| বয়সের প্রমানপত্র হিসাবে মাধ্যমিকের এডমিট বা বার্থ সার্টিফিকেট ।

৩| কাস্ট সার্টিফিকেট ।

৪| ভোটার কার্ড ।

৫|আধার কার্ড ।

৬| কোন কাজের অভিজ্ঞতা থাকলে তার সার্টফিকেট ।

আবেদন পদ্ধতি-
অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারেন। সেক্ষেত্রে ওপরের দেওয়া আবেদন পদ্ধতি অনুসরণ করুন।


1. সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন আবেদন এর লিংকে ক্লিক করুন।


2. নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন তথা ফর্ম ফিলাপ করে নিন।


3. সেক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি সকল প্রকার তথ্য দেবেন।



নিয়োগ প্রক্রিয়া -

কোন পরীক্ষা ছাড়াই নিয়োগ হবে ।


আবেদনের শেষ তারিখ -

৩১|০১|২০২৩


অফিসিয়াল নোটিশ -

ক্লিক করুন



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ