রেলে পুলিশে ১২০০০ শূন্যপদে নিয়োগ মাধ্যমিক পাশে, পরীক্ষার প্রস্তুতি ও সিলেবাস ২০২৩

 চাকরিপ্রার্থীদের জন্য নতুন আপডেট ১২০০০ শূন্যপদে কর্মী নিয়োগ রেল পুলিশে । চাকরিপ্রার্থীরা এই পদে সরাসরি আবেদন করতে পারবে । কি সিলেবাস, পরীক্ষার প্রস্তুতি সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হলো -


পদের নাম -

RPF পদে কর্মী নিয়োগ ।


শিক্ষাগতা যোগ্যতা -

চাকরিপ্রার্থী যারা এই পদে আবেদন করতে চান মাধ্যমিক পাশ সর্বনিন্ম শিক্ষাগতা যোগ্যতা । কোন রকম কিজের অভিজ্ঞতা লাগবে না ।


বয়সসীমা -

যে সমস্ত চাকরিপ্রার্থীরা আবেদন করতে চান ১৮ থেকে ২৮ বছর পর্যন্ত আবেদন করতে পারবে ।


মাসিক বেতন -

প্রতিমাসে ২৪০০০ থেকে ২৮০০০ পর্যন্ত বেতন দেওয়া হবে ।


নিয়োগের প্রক্রিয়া -

1. Online Exam 

2. PMT

3. PET

4. Document Verification

5. Interview


আবেদনের জন্য ডকুমেন্ট -

১। শিক্ষাগতা যোগ্যতার সমস্ত সার্টিফিকেট ।

২| বয়সের প্রমানপত্র হিসাবে মাধ্যমিকের এডমিট বা বার্থ সার্টিফিকেট ।

৩| কাস্ট সার্টিফিকেট ।

৪| ভোটার কার্ড ।

৫|আধার কার্ড ।

৬| কোন কাজের অভিজ্ঞতা থাকলে তার সার্টফিকেট ।

আবেদন পদ্ধতি-
অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারেন। সেক্ষেত্রে ওপরের দেওয়া আবেদন পদ্ধতি অনুসরণ করুন।


1. সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন আবেদন এর লিংকে ক্লিক করুন।


2. নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন তথা ফর্ম ফিলাপ করে নিন।


3. সেক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি সকল প্রকার তথ্য দেবেন।




পরীক্ষার সিলেবাস -

1. General Awareness (50 Marks)

2. Arithmetric (35 Marks) 

3. General Intelligence & Reasoning  (35 Marks) 


Total 120 marks exam in 90 min. 


PET Exam -

Male -1600 Mt Running in 5 min 45 sec.

Female-

800 Mt Running in 3 min 40 sec.


Long  jump -

Male - 14 feet

Female - 9 feet


High Jump -

Male - 4 feet

Female -3 feet.


অফিসিয়াল নোটিশ -

ক্লিক করুন


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ