3842 পদে অষ্টমশ্রেনী ফাশে হোমগার্ড নিয়োগ, Home Guard Job vacancy 2023

 চাকরিপ্রার্থীদের জন্য নতুন চাকরির আপডেট হোমগার্ড পদে চাকরির সুযোগ । চাকরিপ্রার্থীরা অষ্টমশ্রেনী পাশ করলে এই পদে আবেদন করতে পারতে পারবে । অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে -



পদের নাম -
পুলিশ হোম গার্ড 

শিক্ষাগতা যোগ্যতা -
যে সমস্ত চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন করতে চান অষ্টমশ্রেনী পাশ করলে আবেদন করতে পারবে ।

বয়সসীমা -
চাকরিপ্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ২৮ বছর পর্যন্ত আবেদন করতে পারবে ।

বেতন -
হোমগার্ড পদে প্রায় ২১০০০ পর্যন্ত বেতন দেওয়া হবে ।

আবেদনের জন্য ডকুমেন্ট -

১। শিক্ষাগতা যোগ্যতার সমস্ত সার্টিফিকেট ।

২| বয়সের প্রমানপত্র হিসাবে মাধ্যমিকের এডমিট বা বার্থ সার্টিফিকেট ।

৩| কাস্ট সার্টিফিকেট ।

৪| ভোটার কার্ড ।

৫|আধার কার্ড ।

৬| কোন কাজের অভিজ্ঞতা থাকলে তার সার্টফিকেট ।

আবেদন পদ্ধতি-
অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারেন। সেক্ষেত্রে ওপরের দেওয়া আবেদন পদ্ধতি অনুসরণ করুন।


1. সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন আবেদন এর লিংকে ক্লিক করুন।


2. নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন তথা ফর্ম ফিলাপ করে নিন।


3. সেক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি সকল প্রকার তথ্য দেবেন।

নিয়োগের প্রক্রিয়া -
1. Wrriten Exam
2. PET
3. PST
4. Document Verification

আবেদনের জন্য কোন রকম আবেদনমূলল্য লাগবে না ।

অফিসিয়াল নোটিশ -

আবেদনের লিংক -

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ