গ্রুপ ডি লেভেলে পিওন পদে নেওয়া হচ্ছে কর্মী। WB Peon Post Job Vacancy 2023

 গ্রুপ ডি লেভেলে পিওন পদে নেওয়া হচ্ছে কর্মী। এই নিয়োগের দুটি গুরুত্বপূর্ণ বিশেষত্ব হচ্ছে, প্রথমত রাজ্যের যেকোনো জেলা প্রান্ত থেকে যেকেউ এখানে আবেদন জানাতে পারেন এবং দ্বিতীয়ত, শুধুমাত্র অষ্টম পাশ যোগ্যতায় চাকরির জন্য আবেদন করা যাবে। নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে,





পদের নাম -

পিওন পদে কর্মী নিয়োগ । সমস্ত জেলা থেকে আবেদন করতে পারবে ।


শিক্ষাগত যোগ্যতা: ন্যুনতম এবং শুধুমাত্র অষ্টম তথা এইট পাশ যোগ্যতায় চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে উচ্চ শিক্ষা যোগ্যতা সম্পন্ন চাকরি প্রার্থীরাও সমানভাবে যোগ্য।


প্রার্থীর বয়সসীমা: নিয়োগে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়সের নিম্ন সীমা 18 বছর এবং ঊর্ধ্বসীমা 40 বছর ধরা হয়েছে। অর্থাৎ, 18 বছরের ঊর্ধ্বে এবং 40 বছর বয়সের নিচে যেকেউ যোগ্য। 



আবেদন পদ্ধতি: অফলাইনের মাধ্যমে আবেদন তথা দরখাস্ত জানাতে পারেন।


আবেদনের সময়সীমা: আগামী 21 ডিসেম্বর, 2022 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন।


আবেদনের জন্য ডকুমেন্ট -

1. Educational Qaulification Certificate.

2. Age proof certigicate.

3. Caste certificate.

4. Voter card.

5. Aadhar card.

6. Experience certificate.


আবেদনের লিংক -

ক্লিক করুন



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ