রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন থেকে জারি হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। এর মধ্য দিয়ে প্রধান দু ধরনের পদে নেওয়া হচ্ছে কর্মী।
LDC
MTS
শিক্ষাগতা যোগ্যতা -
ন্যুনতম উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। সঙ্গে কম্পিউটার বিষয়ে জ্ঞান তথা টাইপিং দক্ষতা থাকা দরকার।
মাসিক বেতন: নিয়োগের সঙ্গে সঙ্গে কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 19,900/- টাকা। বেতন সর্বোচ্চ 63,200/- টাকা অব্দি হতে পারে।
প্রয়োজনীয় ডকুমেন্ট: নিয়োগে আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,
1. বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট
2. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসাবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড
3. সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
4. রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার
5. কাস্ট সার্টিফিকেট যদি থাকে
আবেদনের সময়সীমা: আগামী 31/12/2022 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। উপরের দেওয়া আবেদন পদ্ধতি অনুসরণ করুন।
অফিসিয়াল নোটিশ -
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box