ভলেন্টির্য়াস পদে নতুন কর্মী নিয়োগে উচ্চমাধ্যমিক পাশে । Wb Civic police job 2023

 রাজ্যের সরকারি চাকরি প্রার্থীদের জন্য বিরাট | পশ্চিমবঙ্গে ভলেন্টির্য়াস পদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে | যেখানে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন | আবেদন করার জন্য যোগ্যতার কি প্রয়োজন তা নিচে উল্লেখ করা হয়েছে -





পদের নাম -

প্যারা ভলেন্টিয়ার্স পদে কর্মী নিয়োগ ।


শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন |


বেতন :- আবেদনকারী প্রার্থীদের দিন হিসেবে প্রতিদিন ৫০০/- টাকা করে বেতন হিসেবে দেওয়া হবে |


আবেদন পদ্ধতি :- আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অফলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করতে হবে | নিচে দেওয়া আবেদন পত্র ডাউনলোড করে সেটিকে সঠিক ভাবে পূরণ করে একটি মুখ বন্ধ খামে ভরে নিচে দেওয়া ঠিকানায় পাঠিয়ে দিতে হবে |


বয়সসীমা :- প্রার্থীদের বয়স ১৮ বছরের উর্ধে হয়ে থাকলে আবেদন করতে পারবেন | ছেলে ও মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন |



আবেদন চলবে :- আগামী ২০ শে জানুয়ারি ২০২৩ 3 বিকাল ৫ টার মধ্যে আবেদন পত্র নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে |


আবেদনের জন্য ডকুমেন্ট -

1. শিক্ষাগতা যোগ্যতার সার্টিফিকেট।

2. বয়সের প্রমানপত্র

3. কাস্ট সার্টিফিকেট

4. ভোটার কার্ড 

5. আধার কার্ড


আবেদনের লিংক -

ক্লিক করুন


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ